Advertisement
Advertisement

Breaking News

মেয়ের আশঙ্কাই সত্যি হল, প্রণবের ফেক ছবিতে ছেয়েছে নেটদুনিয়া

ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ৷

Pranab Mukherjee’s fake RSS event pic circulated in social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2018 12:29 pm
  • Updated:June 8, 2018 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল৷ সংঘের মঞ্চে বক্তৃতা রাখার পর থেকেই প্রাক্তন রাষ্ট্রপতির নকল ছবিতে ছেয়ে গেল নেটদুনিয়া৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা শাকিল আহমেদও৷

 নেতাজি সংক্রান্ত তথ্য নষ্টে হাত ছিল প্রণবের, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার ]

Advertisement

গতকাল জাতীয় রাজনীতিতে ঝড় তুলেছিলেন এক বঙ্গসন্তান৷ মেনস্ট্রিম রাজনীতিতে এখন হয়তো আর তিনি নেই৷ কিন্তু কংগ্রেসের চাণক্যেকে সংঘ পরিবারের পাশে দেখাতে রাজি ছিলেন না কেউই৷ কংগ্রেসিরা একযোগে আক্রমণ করেছিলেন৷ কিন্তু কোনওকিছুর মুখেই মাথা নোয়াননি বর্ষীয়ান প্রণববাবু৷ বলেছিলেন, যা বলার নাগপুরে গিয়েই বলব৷ তবে তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় অন্য আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ তাঁর ভয় ছিল যে, বক্তৃতা হয়তো কেউ মনেও রাখবে না৷ কিন্তু ছবিটা থেকে যাবে৷ তা বিকৃত করা হবে৷ ভুল কাজে ব্যবহার করা হবে৷ বাস্তবিকই তাই করা হল৷

Advertisement

[নেতাজি সংক্রান্ত তথ্য নষ্টে হাত ছিল প্রণবের, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার]

সাধারণত সংঘের সমাবর্তনে শেষ বক্তৃতা রাখেন সংরসংঘচালকই৷ কিন্তু কোনও অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতির মতো সম্মানীয় কেউ উপস্থিত থাকলে শেষ বক্তৃতা দেওয়ার পালা তাঁরই৷ সংঘ নিজেদের নিয়ম পরিবর্তন করে প্রণববাবুর উপস্থিতিতে৷ মোহন ভাগবতের পরই বক্তৃতা দেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ পাশাপাশি যখন সংঘের বিশেষ প্রার্থনা চলছিল, তখন পাশে দাঁড়িয়েছিলেন প্রণব৷ কোনও আচার পালন করেননি৷ কিন্তু যা তিনি করেননি ফটোশপের কারসাজি ঠিক তাই করে দেখাল৷ প্রণবের মাথায় উঠল সংঘের টুপি৷ বিশেষ কায়দায় হাত উঠল বুকের কাছে৷ ঠিক যেভাবে সংঘ সদস্যরা আচরণ করছেন, ঠিক সেই একই ভঙ্গিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে৷ নকল ছবি দেখে ক্ষুব্ধ কংগ্রেস নেতা শাকিল আহমেদ৷ টুইটারে তিনি জানাচ্ছেন, শর্মিষ্ঠার আশঙ্কাই শেষমেশ সত্যি হল৷ এইবার এই বিকৃতি ছড়াতে থাকবে৷ ভুল বার্তা যাবে বলেই আশঙ্কা কংগ্রেস শিবিরে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ