Advertisement
Advertisement

Breaking News

ভিনধর্মে বিয়ে, অনার কিলিংয়ের শিকার গর্ভবতী

বৃহস্পতিবার মুম্বইয়ের মুমব্রার কাছে দাইঘরের বাড়ি থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

pregnant woman beaten to death in 'honour killing' in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 1:03 pm
  • Updated:September 18, 2016 1:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনার কিলিংয়ের নামে হত্যা করা হল এক গর্ভবতী মহিলাকে৷ হত্যাকারীরা রেয়াত করল না তাঁর স্বামীকেও৷ ভালবেসে অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করার মূল্য এভাবেই চোকাতে হল সুফিয়া নামে এক যুবতীকে৷ পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু হল তাঁর সন্তানেরও৷

বৃহস্পতিবার মুম্বইয়ের মুমব্রার কাছে দাইঘরের বাড়ি থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ডিসিপি অভিষেক ত্রিমুখে জানান, দম্পতির বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়৷ তখনই তাঁরা পুলিশে খবর দেন৷ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে শিল-দাইঘর থানার পুলিশ৷

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত বিজয় শঙ্কর যাদব (৩০) ও তাঁর স্ত্রী সুফিয়া (২২) গত বছর উত্তরপ্রদেশের বাড়ি থেকে পালিয়ে মুম্বই এসে বিয়ে করেছিলেন৷ তারপর সেখানেই থাকতেন তাঁরা৷ ময়নাতদন্তে জানা গিয়েছে, দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে৷ দেহ উদ্ধারের প্রায় ৪৮ ঘণ্টা আগে হত্যা করা হয়েছে তাঁদের৷ রিপোর্ট অনুযায়ী, ৯ মাসের গর্ভবতী সুফিয়াকে প্রথমে পেটে জোরে ঘুষি মারা হয়৷ তারপর দু-তিনবার তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করে হত্যাকারীরা৷ আর তাতেই পেট থেকে শিশুর পা বাইরে বেরিয়ে আসে৷ শ্বাসকষ্টে মারা যায় শিশুটি৷ বিজয়ের গলার নলি কেটে তাঁকে হত্যা করা হয়৷

Advertisement

উত্তরপ্রদেশে দম্পতির আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদের জন্য একটি তদন্তকারী দলকে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ বিজয়ের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁর বাড়ির তরফে এই বিয়েতে কোনও আপত্তি ছিল না৷ স্থানীয়রা জানান, ঘটনার ক’দিন আগেই কয়েকজন ওই দম্পতির বাড়িতে এসেছিল৷ তাই পুলিশের অনুমান, অন্য সম্প্রয়াদের ছেলেকে বিয়ে করার জন্যই এই পরিণতি৷ বিয়ের পর সুফিয়ার ধর্মান্তরিত হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি হত্যাকারীরা৷ আর সেই কারণেই প্রাণ হারাতে হল দম্পতিকে৷ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি৷ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ