৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রেমিকাকে খুন করে দেহ ম্যানহোলে! পুলিশ হেফাজতে অভিযুক্ত পুরোহিত

Published by: Biswadip Dey |    Posted: June 9, 2023 9:08 pm|    Updated: June 9, 2023 9:08 pm

Priest allegedly murders lover, dumps body in manhole। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ-ইন সঙ্গীকে হত্যা করে দেহ সেদ্ধ করার ঘটনায় সদ্য়ই মুম্বইয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তেলেঙ্গানায় প্রেমিকাকে খুন (Murder) করে দেহ ম্যানহোলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ‘প্রেমিকে’র বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত পেশায় একজন পুরোহিত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও মৃতার দেহ উদ্ধার করা যায়নি। তবে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? পুলিশ জানাচ্ছে, ভেঙ্কটেশ্বর সাই কৃষ্ণ নামের ওই ব্যক্তি বিবাহিত। নিহত মহিলা অপ্সরার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অপ্সরা নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তাঁর দাবি ছিল, সাই কৃষ্ণ যেন নিজের বর্তমান স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁকে বিয়ে করে। মনে করা হচ্ছে, অপ্সরার থেকে ‘রেহাই’ পেতেই তাঁকে খুন করেছে অভিযুক্ত পুরোহিত।

[আরও পড়ুন: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক, ‘মতুয়াদের মন জয়ের চেষ্টা’, খোঁচা বিরোধীদের]

হায়দরাবাদ পুলিশের অনুমান, শামশাবাদে ভুলিয়ে নিয়ে এসে ঠান্ডা মাথায় অপ্সরাকে খুন করে দেহটি ম্যানহোলে ভাসিয়ে দিয়েছে অভিযুক্ত। পরে নিজেই তাঁর নামে একটি নিখোঁজ ডায়রিও করে সে। যদিও তদন্ত শুরু করে পুলিশের সন্দেহ হতে থাকে। এরপরই আটক করা হয় ওই ব্যক্তিকে। এই মুহূর্তে সে রয়েছে পুলিশ হেফাজতে।

[আরও পড়ুন: খাবারের প্লেট হাতে কোহলিকে দেখে ট্রোলিং নেটিজেনদের, নিন্দুকদের জবাব দিলেন বিরাট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে