Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইক দিবসের আগেই সেনার পরাক্রম পর্ব দেখলেন প্রধানমন্ত্রী মোদি

যোধপুরে বায়ুসেনা ঘাঁটিতে শ্রদ্ধা জানালেন শহিদদের৷

Prime Minister Narendra Modi inaugurated Army exhibition 'Parakram Parv' at Jodhpur Military Station
Published by: Tanujit Das
  • Posted:September 28, 2018 12:18 pm
  • Updated:September 28, 2018 12:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামীকাল, শনিবার সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি৷ তার ঠিক একদিন আগেই, সেনার পরাক্রম পর্ব পালন করতে যোধপুরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানকার বায়ুসেনা ঘাঁটিতে ‘পরাক্রম পর্ব’ নামে সেনার বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি৷ ঘুরে দেখেন তিন সেনার মহড়া৷ যোগ দেন কমবাইন্ড কমান্ডার কনফারেন্সে৷ শ্রদ্ধা জানান কোনারক শহিদ স্মৃতিস্তম্ভে৷

[সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন মহিলারা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের]

Advertisement

শুক্রবার নির্দিষ্ট সময়ে যোধপুরে পৌঁছান প্রধানমন্ত্রী৷ তাঁকে স্বাগত জানান, স্থলসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান তথা চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া ও নৌসেনা প্রধান তথা চিফ অ্যাডমিরাল সুনীল লাম্বা৷ সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ এরপর যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, সেখানে সেনা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী দেখেন তিনি৷ বাহবা দেন জওয়ানদের৷ শ্রদ্ধা জানান বীরদের৷ এবার সার্জিক্যাল স্ট্রাইক পালনে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র৷ কয়েকদিন আগেই ২৯ সেপ্টেম্বর স্কুল-কলেজে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের নির্দেশিকা জারি করেছে ইউজিসি৷ এই জঙ্গি দমন অভিযানকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পাচ্ছে বিশেষ সঙ্গীত৷ যাতে গলা দিয়েছেন কৈলাস খের এবং গানটি লিখেছেন প্রসূন যোশী৷

Advertisement

[ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় জঙ্গিরা, আরও জোরালো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা]

উল্লেখ্য, ২০১৬-র ১৮ সেপ্টেম্বর, জম্মু-কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে হামলা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ ফিদায়েঁ হামলায় শহিদ হন ভারতীয় সেনার ১৯ জওয়ান৷ সেই ভয়ঙ্কর জঙ্গি হানায় ভিতরে ভিতরে রাগ জমছিল দেশবাসীর মনে৷ প্রতিশোধের আগুনে জ্বলছিলেন সকলে৷ এমতাবস্থায় সার্জিক্যাল স্ট্রাইকের খবর প্রতিটি নাগরিকের কাছে শান্তির বার্তা বয়ে আনে৷ পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে এমন জঙ্গিদমন অভিযান চালিয়ে রাওয়ালপিণ্ডির বুকে ভয় ধরিয়ে দেয় নয়াদিল্লি৷ স্পষ্ট বার্তা দেওয়া হয় সন্ত্রাসবাদকে পাকিস্তান মদত দিলেও ভারত কোনও প্রকারের রেয়াত করবে না৷ চরম প্রত্যাঘাত করা হবে৷ তবে এরপরেই জন্ম নেয় নয়া বিতর্ক৷ যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযানের কথা অস্বীকার করা হয়৷ বলা হয়, অধিকৃত কাশ্মীরে এমন কোনও অভিযান চালানো হয়নি ভারতীয় সেনার তরফ থেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ