Advertisement
Advertisement

Breaking News

বিহারে নৌকাডুবিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে

২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর৷

ছবি প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 15, 2017 10:53 am
  • Updated:January 15, 2017 11:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে বিহারে নৌকা উল্টে গিয়ে মৃতের সংখ্যা রবিবার বেড়ে হল ২৪৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে পাওয়া শেষ খবরে জানা গিয়েছে, উদ্ধারকার্য এখনও চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ গুরুতর আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা৷ নৌকাডুবির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন৷

এনডিআরএফের ডিজি আর কে পচনন্দা এদিন জানিয়েছেন, তিনটি উদ্ধারকারী দল এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে৷ ইতিমধ্যেই গুরুতর জখম ছয় যাত্রীকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা৷ আজই সোনপুর থানায় নৌকাচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী আর এস প্রসাদের দাবি, এই ঘটনায় প্রশাসন নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না৷ মূল অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে৷ এখনও ১২ জন যাত্রী নিখোঁজ বলে জানা গিয়েছে৷

(৪০ জন যাত্রী-সহ গঙ্গায় উল্টে গেল নৌকা)

শনিবার সন্ধ্যা ছটা নাগাদ পাটনার কাছে নৌকাডুবির ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, ছোট্ট নৌকাটিতে ৪০ জনেরও বেশি যাত্রী উঠেছিল৷ অতিরিক্ত যাত্রী থাকার কারণেই নৌকাটি উল্টে যায়৷ নৌকার যাত্রীরা সকলেই ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠানে যোগ দিতে নদীর মধ্যবর্তী অংশে একটি দ্বীপে গিয়েছিলেন৷  মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন৷ জেলা প্রশাসনের তরফে নিহতদের নিকটাত্মীয়দের এককালীন চার লাখ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে৷ গতকালের ঘটনার জেরে রবিবার পাটনায় প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷

প্রকাশ্যে এল নৌকাডুবির হাড় হিম করা ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ