Advertisement
Advertisement

Breaking News

স্বচ্ছতার অভিযান সফল করতে তারকাদের খোলা চিঠি মোদির

চিঠিতে কী লিখলেন প্রধানমন্ত্রী?

Prime minister writes to celebrities to promote Swach Bharat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 19, 2017 3:56 pm
  • Updated:August 20, 2020 10:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রে ক্ষমতায় আসার পর ‘স্বচ্ছ ভারত মিশন’ চালু করেছিলেন তিনি৷ দেখতে দেখতে সেই প্রকল্পের তিন বছর পূর্ণ হয়ে গেল৷ তৃতীয় বর্ষপূর্তিতে ‘স্বচ্ছ ভারত মিশন’ সফল করার আবেদন জানিয়ে দেশের সর্বক্ষেত্রে তারকাদের খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর আবেদন, স্বচ্ছতাই হল সেবা৷ তাই এই প্রকল্পকে সফল করতে সকলেরই সহযোগিতা ও সমর্থন একান্ত প্রয়োজন৷

[উত্তর কোরিয়াকে পরমাণু বোমা দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক সুষমা]

Advertisement

২০১৪ সালে ২ অক্টোবর৷ নিজেই ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সারা দেশে সূচনা হয়েছিল ‘স্বচ্ছ ভারত মিশন’৷ এই প্রকল্পের শামিল হওয়ার জন্য শচীন তেণ্ডুলকর, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খানদের মতো তারকাদের পাশাপাশি কংগ্রেস নেতা শশী থারুরকেও আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে রাস্তায় নেমে সাফাই অভিযানে চালিয়েছিলেন অমিতাভ বচ্চন, সলমন খান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা৷প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্পের তিন বছর পূর্ণ হল৷ এই উপলক্ষ্যে গত সপ্তাহে সারাদেশে ‘স্বচ্ছতা হি সেবা’ নামে এক প্রচারাভিযানের সূচনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই প্রচারাভিযানে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারগুলির কাছেও আবেদন জানিয়েছে কেন্দ্র৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মারফত চিঠি পৌঁছেছে নবান্নেও৷ যদিও কেন্দ্রের এই ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রেক্ষাপটে ‘স্বচ্ছতা হি সেবা’ প্রচারাভিযানকে সফল করতে ফের বিনোদন, খেলাধুলা-সহ দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের ব্যক্তিগতভাবে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং৷ চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গান্ধীজী বিশ্বাস করতেন, স্বচ্ছতা এমন একটি বিষয়, সেটা প্রত্যেকের অভ্যাসে আনা উচিত৷ তিনি মনে করতেন, একজন মানুষের স্বচ্ছতার প্রতি দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যায়, সমাজের প্রতি তাঁর চিন্তাভাবনা৷ তাই সকলে মিলে অংশ নিলেই স্বচ্ছতার মতো প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব৷’

Advertisement

[রোহিঙ্গাদের জন্য প্রার্থনা করে বিজেপি থেকে বহিষ্কৃত মুসলিম নেত্রী]

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযানে শামিল হতে রাজি হয়েছেন অভিনেত্রী  অনুষ্কা শর্মা৷  টুইটারে প্রধানমন্ত্রীর চিঠিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি সম্মানিত৷’

 

[দাঙ্গায় ইন্ধন, অবশেষে হানিপ্রীতের বিরুদ্ধে এফআইআর দায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ