Advertisement
Advertisement

Breaking News

দেশদ্রোহী ছেলের লাশ নিতে অস্বীকার বাবার, গর্বিত প্রশাসন

লোকসভায় এই বিবৃতি পাঠ করে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, এরকম বাবার জন্য গর্বিত প্রশাসন এবং গোটা দেশ৷

Proud of saifulla's father for not accepting traitor's body, says Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 7:38 am
  • Updated:March 9, 2017 7:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে আইএস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত৷ দেশে প্রথম আইএস হামলার নেপথ্যেও জড়িয়েছে ছেলের নাম৷ তাই সেই দেশদ্রোহী ছেলের লাশ পর্যন্ত নিতে অস্বীকার করেছিলেন সরতাজ৷ বৃহস্পতিবার সে কাজের প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ পাঠ করে শোনালেন সরতাজের বিবৃতি৷

অবৈধ বাংলদেশিদের দেশ থেকে বের করার নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশে প্রথম আইএস হামলায় অভিযুক্ত ছিল সইফুল্লাহ৷ জানা যাচ্ছে, স্নাতক স্তরে পড়াশোনা করছিল ওই যুবক৷ বাড়িতে অশান্তি হওয়ায় পাড়ি দেয় মুম্বই৷ নিজেকে সে আইএসের একনিষ্ঠ কর্মী বলেই মনে করত৷ ইন্টারনেট ঘেঁটে বোমা বানানোও শিখেছিল৷ ট্রেনে বিস্ফোরণ ঘটিয়ে সেই ভিডিও পাঠাতে চেয়েছিল সিরিয়ায়৷ অর্থাৎ আইএস হওয়ার যে সে উপযুক্ত হয়েছে এ কথাই প্রমাণ করতে চেয়েছিল৷ এটিএসের সঙ্গে টানা লড়াইয়ে খতম হয় সইফুল্লাহ৷ তাকে আত্মসমপর্ণের কথা বললেও কান দেয়নি সে৷ পরিবারের অনুরোধও রাখেনি৷ এরপরই তার লাশ নিতে অস্বীকার মৃত সইফুল্লাহর বাবা৷ জানান, যে ছেলে দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, তাকে সন্তান স্বীকৃতি দিতেই নারাজ তিনি৷ এমন ছেলের লাশ তিনি নিতে চান না৷ এদিন লোকসভায় এই বিবৃতি পাঠ করে শোনান স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, এরকম বাবার জন্য গর্বিত প্রশাসন এবং গোটা দেশ৷

Advertisement

চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ