BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

যৌনতায় আসক্তি, ৫০ মহিলার সঙ্গে সঙ্গম, শেষে প্রেমিকাকে খুন করল যুবক!

Published by: Suparna Majumder |    Posted: April 13, 2022 12:01 pm|    Updated: April 13, 2022 12:01 pm

Psycho Killer arrested in Rajasthan, police found shocking details | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতায় আসক্তি। অন্তত পঞ্চাশজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক। শেষে প্রেমিকাকে খুন করার অভিযোগে পুলিশের জালে যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী জয়পুরের করধনি থানা এলাকায়। ধৃত যুবকের নাম মিন্টু ওরফে বিক্রম বলেই জানা গিয়েছে। 

অভিযোগ, মাস দু’য়েক আগে প্রেমিকা রশনিকে শ্বাসরোধ করে খুন করে মিন্টু। তারপর থেকেই পলাতক ছিল সে। এতদিনে তাঁকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police)। তাকে জেরা করেই মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মিথ্যে পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলত মিন্টু। কখনও নিজেকে আয়কর দপ্তরের বড় কর্তা হিসেবে পরিচয় দিত, কখনও আবার সেনা অফিসার সাজত।

[আরও পড়ুন: SSC মামলায় বড়সড় স্বস্তি পেলেন পার্থ, আরও ৪ সপ্তাহ তলব করতে পারবে না CBI

এক জায়গায় কখনও বেশিদিন থাকত না মিন্টু। শখ মিটে গেলেই অন্য জায়গায় চলে যেত। সেখানে আলাদা পরিচয়ে আবার কোনও মহিলাকে ফাঁসাত। দেশের বিভিন্ন রাজ্যে এভাবেই অন্তত ৫০জন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছে অভিযুক্ত। তারপর রশনি নামের মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তাঁর সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিল। স্পা সেন্টারে কাজ করতেন রোশনি, নানা হোটেলেও কাজ করতে যেতে হত তাঁকে। এই কাজই পছন্দ ছিল না মিন্টুর। তা নিয়ে বচসার জেরেই প্রেমিকাকে গলা টিপে খুন করে। 

পুলিশের জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে মিন্টু। এর আগেও এক মহিলাকে খুন করেছে বলেও নাকি জানিয়েছে অভিযুক্ত। সেই ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশে। মহিলাকে খুন করে, ট্রেন লাইনে ফেলে দিয়েছিল বলেই দাবি করেছে মিন্টু। আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে মিন্টুকে। তার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ঘটনায় মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলেও খবর। 

[আরও পড়ুন: মানবতাই ধর্ম! রোজার মাসে মাথা মুড়িয়ে হিন্দু ‘বাবা’র শ্রাদ্ধানুষ্ঠান মুসলিম ‘ছেলে’র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে