Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

‘মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ’, সমর্থন করেও সংশোধনের পক্ষে সওয়াল রাহুল গান্ধীর

জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতেই এই বিল, দাবি রাহুলের।

Rahul Gandhi backs Women's Reservation Bill, pushes for OBC quota | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2023 6:49 pm
  • Updated:September 20, 2023 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের আনা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করেও একাধিক ‘খুঁত’ বের করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। তাছাড়া সরকার এই বিল পেশ করেছে শুধু আদানি, জাতিগত জনগণনার মতো ইস্যু থেকে নজর ঘোরানোর জন্যই।


কংগ্রেস (Congress) সার্বিকভাবে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। রাহুলও বিলটিকে সমর্থনই করেছেন। তাঁর বক্তব্য, মহিলাদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এটা বড় পদক্ষেপ। আমি নিশ্চিত এই সদনের প্রত্যেকেই মেনে নেবেন, এটা বড় পদক্ষেপ। মেয়েরা অনেক ক্ষেত্রেই ছেলেদের থেকে এগিয়ে। তাই তাঁদের যতটা বেশি জায়গা দেওয়া সম্ভব, দেওয়া উচিত।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে হঠাৎ কাশ্মীর প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্টের মুখে!]

এরপরই মহিলা সংরক্ষণ বিলের ‘খুঁত’ বের করেন কংগ্রেস সাংসদ। রাহুল বলছেন, “আমার একটা জিনিসের জন্য এই বিলটিকে অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। আমার মতে এই বিলে ওবিসিদের সংরক্ষণ সংযুক্ত করা উচিত ছিল। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ ওবিসি। তাই ওই বড় অংশের মহিলাদের অধিকার রয়েছে সংরক্ষণ পাওয়ার।” শুধু তাই নয়, সরকার যে বলছে এই বিল কার্যকর করার জন্য জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের প্রয়োজন, সেটাও মানতে নারাজ রাহুল। তিনি বলছেন,”এসব কিছুর দরকার নেই। এখনই লোকসভা ভোটে ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করে দেওয়া উচিত।”

[আরও পড়ুন: ‘ভারতের নিন্দা করুন’, কানাডায় ‘মিশন খলিস্তান’ নিয়ে ট্রুডোর অনুরোধে ‘না’ আমেরিকার!]

এর পর কেন্দ্রকে সরাসরি তোপ দেগে রাহুলের অভিযোগ, এই মহিলা সংরক্ষণ বিলের নেপথ্যে সরকারের কোনও সদিচ্ছা নেই। এই বিল আনা হয়েছে শুধু নজর ঘোরাতে। তাঁর সাফ কথা, “আমি জানি, এই বিলের মাধ্যমে আমার সরকার পক্ষের বন্ধুরা অনেক ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। যার মধ্যে অবশ্যই আদানি ইস্যু আছে। আরও একটা বিষয় থেকে নজর ঘোরাতে চাইছেন, সেটা হল জাতিগত জনগণনা। যখনই বিরোধীরা এই ইস্যু তুলে আনে, তখনই সরকার কিছু না কিছু করে নজর ঘোরানোর জন্য। তাও আমি বলব, এটা ভাল পদক্ষেপ।” নতুন সংসদ ভবনের প্রশংসা করলেও সংসদের উদ্বোধনের দিন রাষ্ট্রপতির অনুপস্থিতি নিয়েও খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ