Advertisement
Advertisement
Rahul Gandhi

মানহানির মামলায় স্বস্তি, জামিন পেলেন রাহুল গান্ধী

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা করেছিল বিজেপি।

Rahul Gandhi Granted Bail By Bengaluru Court In Defamation Case

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2024 11:39 am
  • Updated:June 7, 2024 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে ভালো ফল। এবার আদালত থেকেও সুখবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন পেয়ে গেলেন কংগ্রেস সাংসদ। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল।

ঠিক কী অভিযোগ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতির বিরুদ্ধে? ২০২৩ সালের মে মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন, সরকারি কাজের জন্য নাকি সেসময় ক্ষমতায় থাকা বিজেপি (BJP) সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিত। বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ৪০ শতাংশের সরকার বলে কটাক্ষও করেন রাহুল। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্নাটকে (Karnataka) বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।

Advertisement

[আরও পড়ুন: ভোট মিটতেই ঘোষিত নয়া রেপো রেট, স্বস্তি পেল আমজনতা?]

ওই মামলাতেই শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হাজিরা দিতেই রাহুলকে জামিন দিল কর্নাটকের ওই নিম্ন আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ জুলাই। 

[আরও পড়ুন: ‘গোটা দলটাই অবসর নিক’, ভারতীয় আমেরিকানদের কাছে হারতেই কটাক্ষের মুখে পাকিস্তান]

রাহুল গান্ধীর পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা করেছিল বিজেপি। তবে ওই দুই নেতা এদিন অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন গত ১ জুন। সেদিনই মামলায় জামিন মঞ্জুর করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement