Advertisement
Advertisement
Rahul Gandhi

‘যাঁর নিজেরই তাল নেই…’, উত্তরপ্রদেশের যুবাদের ‘মাতাল’ বলে মোদির তোপের মুখে রাহুল

মোদিকে পালটা দিয়েছেন রাহুলও।

Rahul Gandhi replies to PM Narendra Modi's 'who lost senses' swipe। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 23, 2024 9:12 pm
  • Updated:February 24, 2024 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যুবা সম্প্রদায় সম্পর্কে ‘কুকথা’ বলার অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। আর এর পরই কংগ্রেস নেতাকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোদিকে পালটা দিলেন রাহুলও। এভাবেই ফের বাগযুদ্ধে জড়ালেন দুই জননেতা।

আমেঠিতে রাহুল (Rahul Gandhi) বেকারত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, তিনি দেখেছেন বারাণসীতে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বহু যুবক। মধ্যরাতে অনেকে মদ খেয়ে রাস্তায় নাচছিল বলেও দাবি করেন রাহুল। কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রশ্ন তোলেন, এটাই কি যোগীরাজ্যের তরুণদের ভবিষ্যৎ। আর সেই প্রসঙ্গেই তোপ দাগেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, ”যাঁর নিজেরই তাল নেই, তিনি উত্তরপ্রদেশের, আমার কাশীর ছোটদের মাতাল বলছেন।” তিনি রাহুলকে ‘যুবরাজ’ বলেও খোঁচা দেন।

Advertisement

[আরও পড়ুন: এবছর কত বাড়বে আপনার বেতন? কী বলছে সমীক্ষা?]

শুক্রবার বিকেলে মোদিকে (PM Modi) ‘জবাব’ দিয়েছেন রাহুল। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘লখনউ থেকে প্রয়াগরাজ পর্যন্ত পুলিশে নিয়োগের প্রশ্ন ফাঁস নিয়ে যুবকরা রাস্তায়। আর সেখান থেকে মাত্র ১০০ কিমি দূরে বারাণসীতে প্রধানমন্ত্রী যুবাদের নাম নিয়েই যুবাদের বিভ্রান্ত করছেন। বারাণসী স্টাইলে বললে মোদিজি দিদাকে মামাবাড়ির হাল শোনাচ্ছেন।’ প্রসঙ্গত, লখনউ ও প্রয়াগরাজে পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রতিবাদ দেখাচ্ছেন বহু তরুণ। সেই পরিস্থিতিতেই মোদি-রাহুল বাগযুদ্ধে উত্তাল রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: WPL-এর উদ্বোধনে নারীশক্তির বন্দনায় শাহরুখ, ক্রিকেটারদের শেখালেন নিজের বিখ্যাত পোজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ