Advertisement
Advertisement

মান্থলির দিন শেষ, লোকাল ট্রেনে আসছে রেল কার্ড

ট্রেনে মান্থলি টিকিটের বদলে এবার রেল কার্ড হাতে পেতে চলেছেন শুধুমাত্র লোকাল ট্রেনের যাত্রীরা৷

Rail card is going to replace monthly for local train passengers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2016 11:08 am
  • Updated:August 29, 2016 11:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে মান্থলি টিকিটের বদলে এবার রেল কার্ড হাতে পেতে চলেছেন শুধুমাত্র লোকাল ট্রেনের যাত্রীরা৷ শীঘ্রই এই ব্যবস্থা নিয়ে আসছে রেল মন্ত্রক৷ এ জন্য পাইলট প্রকল্পের কাজ শুরু হতে চলেছে৷

রেল মন্ত্রকের এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে রবিবার সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই কার্ড চালু হলে ধীরে ধীরে তুলে দেওয়া হবে মান্থলি টিকিটের ব্যবস্থা৷ তার বদলে চালু হবে ভারতীয় রেলের লোগো দেওয়া ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো দেখতে শক্তপোক্ত দেখতে একটি রঙিন রেল কার্ড৷ এর ফলে দেশজুড়ে এক কোটিরও বেশি লোকাল ট্রেনের নিত্যযাত্রী উপকৃত হবেন৷

Advertisement

এই কার্ড করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ দেশের মোট ৩১টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে কথা চলছে রেলের৷ কার্ডগুলিতে ছবি-সহ ব্র্যান্ড প্রোমোশনের সম্ভাবনা থাকছে৷ রেলের পরিকল্পনা অনুযায়ী গোল্ড, সিলভার ও প্ল্যাটিনাম–এই তিন রকম রেল কার্ড দেওয়া হবে যাত্রীদের৷ এক মাসের মেয়াদের জন্য দেওয়া হবে সিলভার কার্ড৷ ছয় মাসের জন্য দেওয়া হবে গোল্ড কার্ড৷ এক বছরের মেয়াদের জন্য দেওয়া হবে প্ল্যাটিনাম কার্ড৷ প্রথমে মুম্বইয়ে পরীক্ষামূলকভাবে আনা হবে এই রেল কার্ড৷ পরে চেন্নাই, হাওড়া ও শিয়ালদহে চালু হবে এই নয়া ব্যবস্থা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ