Advertisement
Advertisement

Breaking News

ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম পর্যালোচনার সিদ্ধান্ত রেলের

কমতে পারে রাজধানী, দুরন্ত ও শতাব্দীর ভাড়া।

Railways decides to review flexi-fare system
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2017 10:37 am
  • Updated:September 29, 2017 10:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় বাড়াতেই রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো কুলিন ট্রেনে ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম চালু করেছে রেল। অল্প সময়ে আয়ও বেড়েছে অনেকটাই। কিন্তু, যাত্রীরা খুশি নন। তাই নয়া এই ব্যবস্থাটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিল রেল। এমনকী, আগামিদিনে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের ভাড়াও কমতে পারে বলে জানা গিয়েছে। আপাতত অন্য ট্রেনগুলির ভাড়া বাড়ানোরও কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা।

[মুম্বইয়ের রেল স্টেশনে পদপিষ্ট হয় মৃত ১৫, আহত অন্তত ৩০ ]

Advertisement

কিন্তু, ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেমে কীভাবে টিকিট বিক্রি করে রেল? বাজারে যখন কোনও পণ্যের জোগান কমে যায়, তখন সেই পণ্যটির দাম বেড়ে যায়। অর্থনীতির এই সূত্র মেনেই রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেসে ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম চালু করেছে রেল। নয়া ব্যবস্থায় ওই তিনটি ট্রেনের দশ শতাংশ আসনের টিকিট নির্ধারিত দামেই কিনতে পারেন যাত্রীরা। কিন্তু, বাকি আসনগুলির ক্ষেত্রে ১০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেলে অবশিষ্ট আসনগুলির টিকিটের দামও ১০ শতাংশ হারে বাড়তে থাকে। কিন্তু, এভাবে টিকিটের দাম কতটা বাড়তে পারে? রেল জানিয়েছে, ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেমে টিকিটের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। কোনও অবস্থাতেই যাত্রীদের নির্ধারিত দামের থেকে ৫০ শতাংশের বেশি ভাড়া গুনতে হবে না।

Advertisement

[‘সাধারণ সুবিধাটুকু দিতে পারে না সরকার, আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে’]

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসে এই ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম চালু করেছে রেল। রেলসূত্রে খবর, এই নয়া ব্যবস্থা চালুর হওয়ার পর, টিকিট বিক্রি করে বাড়তি ৫৪০ কোটি টাকা আয় হয়েছে। কিন্তু, টিকিটের অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ জমা পড়েছে। এমনকী, টিকিটের দাম বেশি হওয়ার কারণে বহু ট্রেনে আসনও ফাঁকা থাকছে বলে রেল সূত্রে খবর। রেলমন্ত্রী পীষূষ গোয়েল জানিয়েছে, ‘ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম নিয়ে যাত্রীরাই আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। যাত্রীদের স্বার্থে আঘাত না দিয়ে কীভাবে রেলের আয় বাড়ানো যায়, তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।’

[‘অর্থনীতির প্রশ্ন তুচ্ছ নয়, মানুষের মুখোমুখি হয়ে জবাব দেওয়া উচিত মোদির’]

তবে শুধু ফ্লেক্সি ফেয়ার টিকিটিং সিস্টেম পর্যালোচনা করাই নয়, সামগ্রিকভাবে পরিষেবা মান বাড়াতে বেশ কয়েকটি পদক্ষেপ করতে চলেছে রেল। রেলমন্ত্রী পীষূষ গোয়েল জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে ৭০০টি ট্রেনের গতি বাড়ানো প্রস্তাব এসেছে। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে ৪৮টি এক্সপ্রেস ট্রেন সুপারফার্স্ট ট্রেনে পরিণত হবে। পাশাপাশি, অক্টোবর-নভেম্বর মাসে মুম্বই থেকে ১০০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে জানিয়েছেন রেলমন্ত্রী।

[স্কুলের ঘর ভাড়া নিয়েই নিশ্চিন্তে বসবাস, হাতেনাতে পাকড়াও করলেন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ