Advertisement
Advertisement

Breaking News

সলমন মামলায় ফের লড়বে রাজস্থান

সলমন খান যে বড়-সড় বিপদে পড়বেন, তা আর বলার অপেক্ষা রাখে না৷

Rajasthan Government Will Fight Again Against Salman Khan On Black Buck Poaching Case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 11:34 am
  • Updated:July 29, 2016 11:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন শেষ হয়ে হইল না শেষ!
১৮ বছরের পুরনো চিঙ্কারা হরিণ শিকার মামলাদু’টি থেকে মুক্তি পেয়েই গিয়েছিলেন সলমন খান৷ হঠাৎ করেই তাঁর ‘নিখোঁজ’ ড্রাইভার সামনে এসে উল্টে-পাল্টে দিলেন হিসেবনিকেশ৷ ফলত– ফের অস্বস্তি৷ আইন-কাঁটার খচখচানি৷ আর নতুন করে বলিউডের ‘মোস্ট ব্যাঙ্কেবল’ (টাকা ঢাললে ফেরত আসে বেশি) তারকাকে নিয়ে টানা-হ্যাঁচড়া৷ সলমন খানের বিরু‌দ্ধে হওয়া চিঙ্কারা হরিণ শিকারের মামলা বুধবার যেভাবে ইউটার্ন নিল, তাতে তাঁর অস্বস্তি যে অনেকটাই বেড়েছে, সে ব্যাপারে দ্বিমত নেই৷ তবে গোদের ওপর বিষফোঁড়া হওয়ার ভূমিকাটি নিয়েছে রাজস্থান সরকার৷ তারা জানিয়েছে, সলমনের মুক্তির বিরু‌দ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে তারা৷ একই সঙ্গে চিঙ্কারা মামলার অন্যতম অভিযোগকারী ড্রাইভার হরিশ দুলানিকেও পুলিশ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷
বুধবার সলমনের চিঙ্কারা শিকার অভিযানের একমাত্র সঙ্গী জিপচালক দুলানি জানিয়েছিলেন, নিরাপত্তার অভাববোধ এবং পরিবারের ক্ষতির ভয়েই আদালতে হাজির হননি তিনি৷ বৃহস্পতিবার সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাজস্থানের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া জানান, ড্রাইভার দুলানির নিরাপত্তার ব্যবস্থা করতে প্রস্তুত তাঁরা৷ তবে তার জন্য দুলানিকে লিখিতভাবে নিজের সমস্যার কথা জানিয়ে সরকারের কাছে আবেদন করতে হবে৷ তা না হলে স্থানীয় পুলিশ যোগাযোগ করবে তাঁর সঙ্গে৷
কাটারিয়া বলেন, “১৮ বছর ধরে মামলাটি চলাকালীন একবারও সলমনের জিপচালক এ বিষয়ে প্রশাসনকে জানাননি বা কোনওরকম সাহায্য চাননি৷ যদি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন, তবে তখনই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হত৷” অন্যদিকে, রাজস্থানের আইনমন্ত্রী জানান, বিষয়টি যাচাই করে কীভাবে ওই জিপ চালকের বয়ান সলমনের বিরু‌দ্ধে ব্যবহার করে সুপ্রিম কোর্টে যাওয়া যায় তা খতিয়ে দেখছেন আইনজীবীরা৷ তার আগে, সলমনের বিরু‌দ্ধে রাজস্থানের আদালতে চলা তৃতীয় মামলাটিতেও দুলানির বক্তব্য ব্যবহার করা যায় কি না তা বিবেচনা করা হচ্ছে৷
বেসরকারি টিভি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরিশ দুলানি বুধবারই জানিয়েছিল কৃষ্ণসার হরিণ শিকারের ব্যাপারে যে তৃতীয় মামলাটি সলমনের বিরু‌দ্ধে এখনও বিচারাধীন, তাতে তিনি নিজের বয়ান দিতে প্রস্তুত৷ সরকার তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করলেই তিনি ১৮ বছর আগের ঘটনা বিচারকের সামনে বলবেন৷ শেষ পর্যন্ত যদি তা-ই হয়, তবে সলমন খান যে বড়-সড় বিপদে পড়বেন, তা আর বলার অপেক্ষা রাখে না৷ প্রসঙ্গত সোমবার রাজস্থান হাইকোর্টে চিঙ্কারা হরিণ শিকারের মামলা দু’টি থেকে সলমনের মুক্তি পাওয়ার অন্যতম কারণ ছিল এই হরিশ দুলানির অনুপস্থিতি৷ তিনি নিখোঁজ হওয়াতেই সলমনের বিরু‌দ্ধে মামলাটি দুর্বল হয়ে যায়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ