Advertisement
Advertisement

Breaking News

নতুন দল গড়ে রাজনীতিতে পা, ঘোষণা রজনীকান্তের

দাক্ষিণাত্যের রাজনীতি বদলে দিতে পদক্ষেপ তালাইভার৷

Rajinikanth to enter politics, will form his own party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2017 3:43 am
  • Updated:December 31, 2017 6:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ রাজনীতিতে পা রাখছেন তালাইভা৷ রবিবার ভক্তদের সামনে এসে নিশ্চিত করেই তা জানিয়ে দিলেন রজনীকান্ত৷ শুধু তাই নয়, তালাইভার ঘোষণা, নতুন দল গড়েই দাক্ষিণ্যাত্যের রাজনীতিতে পা রাখছেন তিনি৷

আধার দেখাতে না পারায় বিনা চিকিৎসায় মৃত্যু কার্গিল শহিদের স্ত্রীর ]

Advertisement

জয়ললিতার প্রয়াণের পর গত এক বছর তামিলনাড়ুর রাজনীতিতে অদ্ভুত শূন্যতা৷ দুর্নীতি যেন পিছু ছাড়ে না৷ প্রথমে তামিলনাড়ুর ক্ষমতা হাতে আসে জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলার হাতে৷ কিন্তু কিছুদিনের মধ্যেই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তিনি গারদের ওপারে যান৷ এরপর পালানিস্বামী ও পন্নিরসেলভমের মধ্যে বিস্তর দড়ি টানাটানি চলে৷ এদিকে এই অবসরে শক্তিবৃদ্ধি হয় শশীকলার ভাইপো দিনাকরণের৷ আর কে নগর উপনির্বাচনেও বিপুল জয় পেয়েছেন তিনি৷ এদিকে ২জি স্পেকট্রাম কাণ্ডে ছাড় পেয়েছেন রাজা ও কানিমোঝি৷ এই রায়ের পিছনে রাজনৈতিক অভিসন্ধি খুঁজেছেন অনেকেই৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ডিএমকে-কে সঙ্গে নিয়েই দাক্ষিণাত্য দখলে নামছে বিজেপি৷ এই টালামাটাল পরিস্থিতিতেই পদক্ষেপ রজনীকান্তের৷ দীর্ঘ জল্পনার অবসানে নয়া দল খোলার ঘোষণা তাঁর৷

Advertisement

এদিন ভক্তদের সামনে এসে স্বভাবসিদ্ধ লার্জার দ্যান লাইফ ভঙ্গিতেই বড় ঘোষণা করেন রজনীকান্ত৷ জানিয়ে দেন, ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতি রোখাই তাঁর লক্ষ্য৷ আর সে কাজ করতে কারও দলে যোগ দিচ্ছেন না৷বরং নিজের দল খুলেই দক্ষিণের মানুষদের পাশে দাঁড়াবেন৷ কেন এই সিদ্ধান্ত? রজনীকান্তর ব্যাখ্যা, দক্ষিণে গণতন্ত্র বেশ বিপজ্জনক অবস্থায় আছে৷ রাজ্যের রাজনীতি যেরকম বেহাল, তাতে গোটা দেশ তামিলনাড়ুকে নিয়ে মজা-মশকরা করছে৷ এই পরিস্থিতিতে তিনি যদি রাজনীতিতে না আসতেন, তবে অপরাধ হত৷ আগামী বিধানসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই তাঁর দল প্রার্থী হবে বলে ঘোষণা তালাইভার৷

দক্ষিণে অভিনেতাদের রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়৷ এমজিআর থেকে জয়ললিতা সকলেই রাঙিয়েছেন রাজনীতির আসর৷ এবার পালা রজনীকান্তের৷ তাঁর ফ্যানরা থেকে দেশবাসী অপেক্ষারত এই নয়া জমানার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ