সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই শুরু হবে রামমন্দির তৈরির কাজ। জ্যোতিষশাস্ত্র তেমন ইঙ্গিতই দিচ্ছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরের সাংসদ বলেন, অযোধ্যায় রামমন্দির তৈরির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, এবার সেগুলি ধীরে ধীরে কেটে যাবে। খুব তাড়াতাড়ি রামমন্দির তৈরির কাজ শুরু করা হবে।
ট্রাম্পকে ‘খুন’ করতে চান ১২ হাজারেরও বেশি মানুষ
রায়পুরের ভিআইপি রোডে একটি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, “ ছত্তিশগড় ভগবান রামের মামারবাড়ি (তাঁর মা কৌশল্যার মায়ের বাড়ি)। জ্যোতিষশাস্ত্র বলছে, মামারবাড়ির স্থানে ভগবান প্রতিষ্ঠা পেলে অযোধ্যায় রামমন্দির তৈরির পথে সব বাধা কেটে যাবে।”
ভোটের স্ট্র্যাটেজিকে সামনে রেখেই কী উত্তরপ্রদেশে ভোটের আগে ফের রামমন্দির প্রসঙ্গ তুলে ধরলেন এই বিজেপি সাংসদ? উঠছে প্রশ্ন।
জানেন, পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে রোজ কী করেন এই শিক্ষক?