Advertisement
Advertisement

পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি

দেশের বাইরেও বাজার মাত করতে চায় এই আয়ুর্বেদিক সংস্থা৷

Ramdev muls exporting Patanjali products to China
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 6:37 am
  • Updated:March 16, 2017 6:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে অনেক বড় বড় ব্র্যান্ডকে টক্কর দিয়েছেন৷ এলাকায় এলাকায় খুলেছেন পতঞ্জলির স্টোর৷ এবার ব্যবসার পরিধি বাড়াতে চাইছেন যোগগুরু রামদেব৷ আন্তর্জাতিক স্তরে বাড়াতে চাইছেন পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেডের প্রসার৷ আর এই ক্ষেত্রে তাঁর প্রধান লক্ষ্য চিনের বাজারকে টক্কর দেওয়া৷

[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]

Advertisement

আন্তর্জাতিক স্তরে ব্যবসার পরিধি বাড়াতে অন্তর্দেশীয় জলপথকে ব্যবহার করতে চাইছে পতঞ্জলি৷ শোনা গিয়েছে, এর জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে কথাও চলছে৷ ঝাড়খণ্ডের সাহিবগঞ্জে পতঞ্জলির একটি বিশাল ইউনিট খোলা হবে৷ যাকে মাল্টি-মোডাল হাব হিসেবে গড়ে তোলা হবে৷ সেখান থেকেই পণ্য রপ্তানির কাজ শুরু করা হবে৷ চিনের পাশাপাশি বাংলাদেশ, মায়নামারের মতো প্রতিবেশী দেশগুলিতেও রপ্তানি করা হবে পতঞ্জলির বিভিন্ন প্রোডাক্ট৷

Advertisement

[সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিতে টিভি চ্যানেল আনছেন মোদি]

এই কাজে কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি’র সম্পূর্ণ কাজে লাগাতে চান বাবা রামদেব৷ ভারতের পূর্বপ্রান্তের প্রতিবেশী দেশগুলি বিশেষ করে চিনের বাজার দখল করাটাই লক্ষ্য তাঁর সংস্থার৷ আর যদি এভাবে অন্তর্দেশীয় জলপথের মাধ্যমে এভাবে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়৷ তাহলে পরিবহণ খরচও অনেকটা কমে যাবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷ এনিয়ে ঝাড়খণ্ড সরকারের সঙ্গেও নাকি একপ্রস্থ কথাবার্তা সারা হয়ে গিয়েছে৷ অপেক্ষা শুধু কেন্দ্রীয় সরকারের অনুমতির৷

[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরল রোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ