Advertisement
Advertisement

Breaking News

Ramdev

রামদেবের সময়ের মূল্য আদানি, আম্বানি, টাটা, বিড়লার চেয়ে বেশি! ব্যাখ্যাও দিলেন যোগগুরু

ভারতকে 'পরম বৈভবশালী' করতে একাধিক পতঞ্জলির প্রয়োজন, দাবি যোগগুরুর।

Ramdev Says,
Published by: Kishore Ghosh
  • Posted:February 20, 2023 4:11 pm
  • Updated:February 20, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সময়ের মূল্য আদানি, আম্বানি, টাটা কিংবা বিড়লার মতো দেশের প্রথম সারির শিল্পপতিদের চেয়ে বেশি। রবিবার ভরা সভায় এমন দাবি করলেন যোগগুরু বাবা রামদেব (Yoga Guru Baba Ramdev)। কেন তাঁর সময়ের মূল্য বেশি সেই ব্যাখ্যাও দিয়েছেন। জানান, একজন শিল্পপতি ব্যক্তিস্বার্থে সময় ব্যয় করেন, অপরপক্ষে তাঁর মতো দ্রষ্টা সকলের মঙ্গলের জন্য সময় খরচ করে থাকেন।

রবিবার গোয়ার (Goa) পানাজিতে তিনদিন ব্যাপি সভায় অংশ নেন রামদেব। সেখানে উপস্থিত ছিলেন তাঁর অসংখ্য ভক্তবৃন্দ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওন্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নাইক। তাদের উপস্থিতিতেই রামদেব বলেন, “আমি তিনদিনের জন্য হরিদ্বার থেকে এখানে এসেছি। আদানি, আম্বানি, টাটা এবং বিড়লাদের থেকেও আমার সময়ের মূল্য বেশি।” এরপরে যোগগুরুর ব্যখ্যা, “শিল্পপতিরা ৯৯ শতাংশ সময় দেন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে, সেখানে একজন দ্রষ্টা সকলের মঙ্গলের জন্য সময় ব্যয় করেন।”

Advertisement

[আরও পড়ুন: মোদির জনসভার অনুমতি খারিজ মেঘালয়ে, ‘প্রধানমন্ত্রীকে রোখা যাবে না’, পালটা হুঙ্কার BJP’র]

এদিন পতঞ্জলির সাফল্যের জন্য আচার্য বালকৃষ্ণের ভূয়ষী প্রশংসা করেন যোগগুরু। তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “অতি দুর্বল পরিস্থিতি থেকে পতঞ্জলিকে ৪০ হাজার কোটি টাকার ব্যবসায় পৌঁছে দিয়েছেন আচার্য বালকৃষ্ণ। এই সাফল্যের পিছনে রয়েছে পেশাদারি স্বচ্ছতা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্যপালন।” ভারতকে ‘পরম বৈভবশালী’ করে তুলতে দেশে পতঞ্জলির মতো একাধিক কোম্পানির প্রয়োজন, এদিন দাবি করেন যোগগুরু।

Advertisement

[আরও পড়ুন: আদানি কাণ্ডে শিল্পপতির দাদার ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেসের, মোদির ‘মৌনব্রত’কেও কটাক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ