Advertisement
Advertisement

Breaking News

‘বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষক ও ধর্ষিতা একে অপরের পরিচিত’

বিস্ফোরক দাবি দিল্লির পুলিশ কমিশনারের

Rape victim and rapist know each other in maximum case, says Delhi's Cp
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2017 3:18 pm
  • Updated:June 11, 2017 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পশ্চিমী সভ্যতার প্রভাবে এদেশে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে৷ দিন কয়েক আগে এমনই মন্তব্য করেছিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার৷ আর এবার খোদ দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাঠকের বিস্ফোরক দাবি, রাজধানীতে যত ধর্ষণের ঘটনা ঘটে, তারমধ্যে ৯৫ শতাংশ ক্ষেত্রেই ধর্ষক ও ধর্ষিতা একে অপরের পরিচিত৷

[বই-খাতা নেই, দরজার গায়ে অনুশীলন করেই ৯১.৮ শতাংশ হাসিল ছাত্রীর]

Advertisement

সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর দিল্লিতে ২,১৫৫টি ধর্ষণের ঘটনা ঘটেছিল৷ মাত্র ৩.৫৭ শতাংশ ক্ষেত্রে ধর্ষক ও ধর্ষিতা অপরিচিত ছিল৷ এই পরিসংখ্যান উল্লেখ করে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাঠক আরও বলেন, ধর্ষণের ঘটনাগুলি খতিয়ে দেখলে বোঝা যাবে, ৪ শতাংশেরও কমক্ষেত্রে ধর্ষক ও ধর্ষিতা একে অপরকে চেনে না৷ তাঁর দাবি, ধর্ষক ও ধর্ষিতা যদি একে অপরের পরিচিত হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশের পক্ষে প্রথমেই হস্তক্ষেপ করা সম্ভব হয় না৷ কারণ এইসব ক্ষেত্রে সাধারণত অপরাধের ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দায়ের করেন না নির্যাতিতা বা তাঁর পরিবার৷

Advertisement

[সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতের]

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষিতা হতে হয়েছিল প্যারা মেডিক্যালের এক ছাত্রীকে৷ দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ ঘটনায় দোষী সাব্যস্তদের ফাঁসির সাজা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট৷ কিন্তু রাজধানীতে ধর্ষণের ঘটনা কমেনি৷ ফলে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷ যদিও দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাঠকের দাবি, সংবাদমাধ্যমে যে ধর্ষণের ঘটনাগুলি প্রচার করা হয়, সেগুলির ক্ষেত্রে আত্মীয়, বন্ধু ও পরিচিতরাই জড়িত থাকে৷ ফলে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নেই বলে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে৷ তাঁর দাবি, অনেক মহিলাই রাতে বাড়ি ফেরেন৷ তাঁরা দিল্লির পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন৷

[চাপের মুখে সিনেমার টিকিটে ট্যাক্সের হার কমাল কেন্দ্র]

তবে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার অমূল্য পাঠক৷ তিনি বলেন, রাতে ট্যাক্সিতে যাতায়াত করার সময়ে মহিলাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ