Advertisement
Advertisement

Breaking News

মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে রশিদ খান

সুপ্রিম কোর্টে বউবাজার বিস্ফোরণের মূল চক্রী৷

Rashid Khan, prime accused in the Bowbazar blast case moves to Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 8:56 am
  • Updated:September 3, 2016 9:01 am

স্টাফ রিপোর্টার: বউবাজার বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত রশিদ খান নিজের মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল৷ ১৯৯৩ সালের মার্চে বউবাজারে প্রবল বিস্ফোরণে ধূলিসাত্‍ হয়ে যায় আস্ত একটি বাড়ি৷ মৃত্যু হয় সত্তরেরও বেশি মানুষের৷ আহত হন অনেকে৷ ওই বাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে আসে৷ বিস্ফোরণের মূল চক্রী ছিল এই রশিদ খান৷

রশিদের আইনজীবী কবীরশঙ্কর বসুর দাবি, গত বছর ২৫ মার্চ স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে রাজ্যের শাস্তি পর্যালোচনা বোর্ডের বৈঠকে রশিদ খানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এর পর ২৩ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রীয় আইনে কাউকে মুক্তি দিতে হলে কেন্দ্রের অনুমোদন চাই। তিনি এও জানান, যেহেতু ১৪ বছরের বেশি তাঁর মক্কেল সাজা পেয়েছে এবং একজন এই মামলায় রাজ্য সরকারের তরফে মুক্তি পেয়েছে, তাহলে কেন তাঁর মক্কেলকে মুক্তি দেওয়া হবে না৷

Advertisement

উল্লেখ্য, টাডা আইনে ২০০১ সালে বউবাজার বিস্ফোরণ মামলায় রশিদ খান-সহ ছ’জনের বিরুদ্ধে যাবজ্জীবনের রায় দেওয়া হয়েছিল৷ কিন্তু ২০১৪ সালে এই মামলায় এক অভিযুক্ত পান্নালাল জয়সোয়ারাকে রাজ্য সরকার মুক্তি দেয়৷ পরে রশিদ খানের তরফে আরটিআই ফাইল করা হয় যে, তাহলে তাকে কেন মুক্তি দেওয়া হবে না৷ পরে ২০১৫ সালের ২৫ মার্চ রাজ্য সরকারের তরফে রশিদ খানকে ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ