Advertisement
Advertisement

Breaking News

প্রণব মুখোপাধ্যায়ের পর এবার আরএসএসের মঞ্চে রতন টাটা

মঞ্চে কোনও বক্তব্য রাখেননি রতন।

Ratan Tata attends RSS meet in Delhi

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:August 25, 2018 9:49 am
  • Updated:August 25, 2018 9:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুরে আরএসএসের সমাবর্তনে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরে সরগরম ছিল জাতীয় তথা রাজ্য রাজনীতি। প্রণব মুখোপাধ্যায়ের মতো আদ্যপান্ত ধর্মনিরপেক্ষ, কংগ্রেসী নেতার আরএসএস সমাবর্তনে যোগ দেওয়া উচিত হয়েছে কিনা তা নিয়ে আলোচনা, সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর দল কংগ্রেসও প্রণববাবুর সিদ্ধান্ত সন্তুষ্ট ছিল না। শেষপর্যন্ত অবশ্য সংঘের মঞ্চ থেকে তাঁর বক্তব্যের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দেন প্রাক্তন রাষ্ট্রপতি। সে বিতর্ক অতীত হতে না সংঘের মুকুটে যোগ হল নতুন পালক। আরএসএসের অনুষ্ঠানে সংঘপ্রধানের সঙ্গে একমঞ্চে দেখা গেল শিল্পপতি রতন টাটাকে। প্রয়াত আরএসএস নেতা নানা পালকরের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রতন টাটা।

[জঙ্গলমহলে ৩ বিজেপি কর্মীর মৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের]

প্রণববাবু যেমন আরএসএস মঞ্চ থেকে সংঘের সঙ্গে আদর্শগত ফারাক বুঝিয়ে দিয়েছিলেন তেমনটা কিন্তু করলেন না রতন টাটা। সভামঞ্চে শুধু হাজিরই ছিলেন তিনি কোনওরকম বক্তব্য রাখেননি। তিনি কেন বক্তব্য রাখলেন না? জবাব দিলেন সরসংঘচালক। মোহন ভাগবত বললেন, “আমারা সকলেই প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। কিন্তু উনি লজ্জায় কিছু বলতে চাইছেন না। যারা কাজ করেন তারা কথা বলতে পছন্দ করেন না।”  সংঘপ্রধান আরও বলেন, “যারা কাজ করেন তাদের কাজই তাদের হয়ে কথা বলে।”

Advertisement

[বাজপেয়ীর স্মরণসভার মঞ্চেই হাসিঠাট্টা দুই মন্ত্রীর, ভাইরাল ভিডিও]

রাহুল গান্ধী যখন জার্মানিতে বসে আরএসএসের মুণ্ডপাত করছেন, আরএসএসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন সংঘের স্মরণসভায় এত বড় শিল্পপতির উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস সমাবর্তনে উপস্থিতি জাতীয় স্তরে সংঘের গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে বাড়িয়েছে। অন্তত আরএসএসের এমনটাই দাবি। সংঘ তথা বিজেপির দাবি, সংঘের মঞ্চে রতন টাটার উপস্থিতি আরও একবার প্রমাণ করল আরএসএস জাতীয় স্তরে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। যদিও, বিরোধীরা সংঘের দাবিতে আমল দিতে চাইছেন না।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ