Advertisement
Advertisement

যোগী ফিরে যেতেই হাসপাতাল থেকে খোলা হল কুলার

ফের বিতর্কে উত্তরপ্রদেশ প্রশাসন

Rented coolar installed in hospital before Yogi's visit, removed after CM's visit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2017 3:51 pm
  • Updated:June 5, 2017 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী আসবেন৷ তাই রাতারাতি ভোল পালটে গেল হাসপাতালের৷ প্রতিটি ওয়ার্ডে বসানো হল ভাড়া করা কুলার৷ আর মুখ্যমন্ত্রী চলে যেতেই ফের আগের অবস্থা ফিরল হাসপাতালে৷ যোগী আদিত্যনাথের সফরকে ঘিরে উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় যেমনটা ঘটছে, তেমনই ঘটনা ঘটল এলাহাবাদের স্বরূপরানি নেহেরু হাসপাতালেও৷

[গোবর-গোমূত্রে তৈরি সাবান, শ্যাম্পু অনলাইনে বিক্রি করবে RSS]

Advertisement

এর আগে গত মাসে শহিদ প্রেম সাগরের বাড়িতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এসি, সোফা, ২৪  ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল শহিদের বাড়িতে৷ এমনকী বিছানো হয়েছিল কার্পেটও৷ এরপর শহিদের পরিবারের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার আধঘণ্টা পরই সবকিছু খুলে নেওয়া হয়৷ এই ঘটনায় চূড়ান্ত অপমানিত বোধ করেন ওই জওয়ানের পরিবার৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি৷ তারপরও অবশ্য পরিস্থিতির বদল হয়নি৷ কুশীনগরের মেইনপুরকোটে এক দলিত বস্তিতে গিয়ে সরকারি অফিসাররা নিদান দিয়েছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সামনে গেলে স্মান করে, পাউডার লাগিয়ে যাবে৷’ এমনকী মুখ্যমন্ত্রীর সফরের আগে ওই বস্তিতে সাবান, শ্যাম্পু, পাউডার এবং আতরও বিলি করা হয়৷ শেষপর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন,’ তাঁর জন্য বিশেষ কোনও আয়োজন করার দরকার নেই৷ প্রয়োজনে মেঝেতে বসতে কোনও অসুবিধা নেই তাঁর৷’ কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশই মানলেন না এলাহাবাদের স্বরূপরানি নেহেরু হাসপাতাল কর্তৃপক্ষ৷

Advertisement

[গ্রেপ্তার ইয়াসিন মালিক, ভেস্তে গেল বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক]

জানা যাচ্ছে, দুদিনের সফরে এলাহাবাদে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ৷ সেই সফর চালাকালীন স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং-কে স্বরূপরানি নেহেরু হাসপাতালে আচমকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ কিন্তু শেষপর্যন্ত অবশ্য মুখ্যমন্ত্রীর পরিদর্শনে যাওয়ার খবর চাপা থাকেনি৷ আগেভাগে খবর পেয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ এরপরই হাসপাতালটি সাজিয়ে তোলার তোড়জোড় শুরু হয়ে যায়৷ রাতারাতি ভাড়ায় কুড়িটি কুলার এনে বসিয়ে দেওয়া হয় প্রতিটি ওয়ার্ডে৷ এমনকী কুলারগুলি যে হাসপাতালেরই, তা প্রমাণ করার জন্য কুলার থেকে সংশ্লিষ্ট সংস্থার স্টিকারগুলি পর্যন্ত সরিয়ে ফেলা হয় এবং মুখ্যমন্ত্রী চলে যাওযার পরই যথারীতি কুলারগুলি সরিয়েও ফেলা হয়৷ এই ঘটনায় ফের জমেছে বিতর্ক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ