Advertisement
Advertisement

Breaking News

মৃতদেহের পাশে বসেই খাচ্ছেন ক্রেতারা, রমরমিয়ে চলছে এই ভারতীয় রেস্তরাঁ

বিশ্বাস না হয় নিজেই ক্লিক করে দেখুন না!

Restaurant on site of old cemetery serves customer beside coffins
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 1:45 pm
  • Updated:April 10, 2017 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশে শায়িত রয়েছে মৃতদেহ৷ আপনি দিব্যি মনের সুখে খেয়ে চলেছেন৷ মাঝে এক কাপ কফিতে সুখের চুমুকও দিয়ে নিলেন৷ এই কথা বোধহয় স্বপ্নেও ভাবতে পারবেন না বেশিরভাগ মানুষ৷ কিন্তু এমনটাই হচ্ছে বাস্তবে৷ তাও আবার এই ভরতবর্ষে৷  যেখানেই সমাধিস্থলেই রেস্তরাঁ খুলে বসেছেন আহমেদাবাদের কৃষ্ণণ কুট্টি৷ আর তাঁর এই ব্যতিক্রমী চিন্তার ফসল চলছে রমরমিয়ে৷

[হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের]

Advertisement

Untitled-3

Advertisement

যেখানে কুট্টির নিউ লাকি রেস্তরাঁ এখন রয়েছে৷ বহু বছর আগে ছিল সেখানে ছিল মুসলিম সম্প্রদায়ের সমাধিক্ষেত্র৷ যেখানে ছিল মোট ১২টি সমাধি৷ স্থানীয়রা বলেন, এই সমাধি গুলি সপ্তদশ শতকের এক সুফি সন্তের শিষ্যদের৷ যাঁর সৌধ কাছের এলাকাতেই রয়েছে৷ প্রথম থেকেই সমাধিগুলি সরানোর ইচ্ছে ছিল না কুট্টির৷ কারণ তিনি মনে করেন, মৃত্যু মানে শান্তি৷ তাই এই মৃতদেহগুলি সৌভাগ্যের প্রতীক৷ হঠাৎ কুট্টির মাথায় একটা উপায় আসে৷ সমাধিগুলি সুন্দর করে বাঁধিয়ে রেলিং দিয়ে ঘিরে দেন তিনি৷ তার পাশে পাশেই বসিয়ে দেন টেবিল চেয়ার৷ সমাধিগুলি সঙ্গে নিয়েই শুরু হয়ে যায় নিউ লাকি রেস্তরাঁ৷

[ঘনিষ্ঠতা আর রোম্যান্সে ট্রেলারেই নজর কাড়ল ‘হাফ গার্লফ্রেন্ড’]

Untitled-4

প্রতিদিন সমাধিগুলিকে পরিষ্কার করা হয়৷ তাঁতে চাদর দিয়ে ঢাকা হয়৷ ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়৷ পবিত্র আত্মাদের কাছে প্রার্থনা করেই কাজ শুরু করেন রেস্তরাঁ কর্মীরা৷ ক্রেতারাও এই ধিরে ধিরে এই ব্যবস্থা মেনে নিয়েছেন৷ ধিরে ধিরে জনপ্রিয়তা বেড়েছে সমাধিক্ষেত্র নিয়ে তৈরি হওয়া এই রেস্তরাঁ৷ কুট্টির বিশ্বাস সমাধিক্ষেত্রের অশরীরিদের আশির্বাদেই এমনটা হচ্ছে৷ আহমেদাবাদের মানুষরাও এই বিরল অভিজ্ঞতা ছাড়ছেন না৷ অনেকে তো নিয়মিত যাতায়াত শুরু করেছেন রেস্তরাঁয়৷ দিব্যি খাবার অর্ডার দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন৷ এই অভিজ্ঞতার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই৷

Untitled-5

[‘ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও কেন সামার সারপ্রাইজ অফার দিচ্ছে Jio?’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ