Advertisement
Advertisement

Breaking News

গোড়ালি জলও কাঁধে চেপে পেরোলেন এই আধিকারিক, ভাইরাল ভিডিও

ভিডিও নিয়ে নেটদুনিয়ার বিতর্ক কিন্তু কমছে না৷

Riding piggyback Karnataka Panchayat Head crosses drain
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 12:28 pm
  • Updated:December 28, 2019 4:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে দামি স্যুট৷ পায়ে বুট৷ তা নিয়ে জলে নামবেন কী করে! অতএব স্থানীয়র কাঁধের জোরই ভরসা৷ এভাবেই গোড়ালি জল পেরলেন কর্নাটকের এক আধিকারিক৷ সে ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়া৷

Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে? ]

Advertisement

এর আগে এরকম কাণ্ড করতে দেখা গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে৷ বন্যা পরিদর্শনে গিয়ে বেকায়দায় পড়েছিলেন৷ শেষমেশ চ্যাংদোলা করে তাঁকে বন্যা পরিদর্শন করানো হয়৷ সে ছবি প্রকাশ্যে আসতেই বেদম শোরগোল পড়ে৷ কিন্তু সেখানেই শেষ নয়৷ আরও একবার স্রেফ মোজা পরেই এক আশ্রমে ঢুকেছিলেন তিনি৷ ফলে তাঁর জুতো হাতে নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল এক নিরাপত্তারক্ষীকে৷ এবার সে দৃশ্যই দেখা গেল এক আধিকারিকের ক্ষেত্রে৷

Advertisement

আজমের শরিফের দরগায় চাদড় চড়াতে উদ্যোগী খোদ মোদি ]

জানা যাচ্ছে, এই আধিকারিকের নাম কুর্মা রোয়া৷ বয়সে তরুণ৷ কর্নাটকের রায়চূড়ে এক সামান্য ড্রেন পেরতে গিয়ে হিমশিম খেলেন তিনি৷ স্থানীয়রা কাঁধে করে তাঁকে পার করালেন৷ তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর৷ কোনও অনুতাপেরও চিহ্ন দেখা গেল না মুখে৷ কাঁধ থেকে নেমে দিব্যি কথোপকথনে, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন আধিকারিক৷

ভাইরাল এ ভিডিও নিয়েই উঠেছে প্রশ্ন৷ অনেকেই বলছেন, যে জেলা পঞ্চায়েতের সিইও নিজে সামান্য একটা ড্রেনও পেরতে পারেন না, তিনি পঞ্চায়েতের উন্নয়নের কথা ভাববেন কীভাবে৷ যদিও এ কথা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্নও ওঠে৷ তবে ভিডিও নিয়ে নেটদুনিয়ার বিতর্ক কিন্তু কমছে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ