সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষি কাপুরের সঙ্গে দেখা করতে চান? আচ্ছা যদি জিজ্ঞেস করি কোথায় দেখা পাবেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের? একশো শতাংশ লোকই বলবেন, কোথায় আবার রণবীর কাপুরের বাবার দেখা মিলবে মুম্বইয়ের কৃষ্ণারাজ বাংলোতে৷ ভুল বললেন৷ ঋষি কাপুরের দেখা মিলবে সুলভ শৌচালয়ে৷ তাও আবার মুম্বই নয় সুদূর এলাহাবাদে৷
কেন দেশের সমস্ত প্রকল্প-সৌধের নাম গান্ধী পরিবারের নামে হবে প্রশ্ন তুলে সম্প্রতি বিতর্কে জড়িযেছিলেন ঋষি৷ তারপরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভে নামেন কংগ্রেস নেতাকর্মীরা৷ এরপরই সুলভ শৌচালয়ের নাম ঋষি কাপুরের নামে রাখেন কংগ্রেসকর্মীরা৷ ঘটনাটি ঘটে গান্ধী পরিবারের খাসতালুক এলাহাবাদে৷ তবে এই ঘটনায় তিনি মজাই পেয়েছেন বলে জানিয়েছেন ঋষি৷ তিনি বলেছেন, ‘যদি সুলভে শৌচালয় তাঁর নামে রাখা হয় তবে তিনি বরং আনন্দিতই বোধ করবেন৷ কেন না এই প্রকল্প প্রধানমন্ত্রী মোদির স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত’-এর অন্তর্ভূক্ত৷’ সেই সঙ্গে তাঁর আরও সংযোজন, তিনি গান্ধী-নেহরু পরিবারের বিরুদ্ধে নয়, তিনি সেই পরিবারের কারওকে অসম্মানও করতে চান না৷ তিনি শুধু এই পরিবারের কারওর নামে কোন প্রকল্পের নামকরণের বিপক্ষে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.