Advertisement
Advertisement

চলে গেলেন ‘২০ টাকার ডাক্তার’, শোকস্তব্ধ গোটা শহর

তাঁর সম্পর্কে পড়লে বুঝবেন, কোনও সেলিব্রিটি না হয়েও কেন তাঁর শেষকৃত্যে এত মানুষের ভিড়!

‘Rs. 20 doctor’ no more
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 6:24 pm
  • Updated:November 20, 2016 6:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আসল নাম এখন আর কারও মনে নেই! গরিব মানুষগুলির কাছে তিনি পরিচিত ছিলেন ‘২০ টাকার ডাক্তার’ নামে৷ নামেই তাঁর পরিচয় মেলে৷ তিনি এমন একজন ডাক্তার, যিনি এই পেশাকে ব্রত হিসাবে নিয়েছেন৷ স্থানীয়দের কাছে তিনি ছিলেন মসিহা! ছিলেন কারণ, কোয়েম্বাতুরের অবরামপলায়মের সেই জনপ্রিয় ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যম গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷

দেশজুড়ে প্রতিদিন কত মানুষই মারা যান! তাঁদের মধ্যে কারও কারও মৃত্যুসংবাদ নিজগুণে সংবাদপত্রের কোনও পাতায় উঠে আসে৷ কিন্তু ডাক্তার ভি বালসুব্রহ্মণ্যমের শেষকৃত্য যেন গোটা তামিলনাড়ুর মানুষকে নাড়িয়ে দিয়েছে৷ কারও সংগঠিত ডাকে নয়, স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ তাঁর শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন৷ চোখের জলে প্রিয় ‘২০ টাকার ডাক্তার’কে শেষ বিদায় জানাতে৷ গরিবের মসিহা এই মানুষটি তাঁর শেষ জীবনে সিঙ্গানাল্লুরের বাসিন্দা ছিলেন৷ তাঁর ক্লিনিক ছিল অবরামপলায়মে৷ মাত্র ২০ টাকার বিনিময়ে রোগী দেখতেন, এটাই কিন্তু তাঁর একমাত্র পরিচয় নয়৷ জনশ্রুতি, মাত্র ৫ মিনিট কোনও রোগীকে দেখলেই তাঁর রোগ ধরতে পারতেন তিনি৷ দরকারি ওষুধ দিতেন, প্রয়োজনে ইনজেকশনও৷ তাঁর চেম্বারে এত ভিড় হত যে রাত সাড়ে ১০টা বেজে গেলেও ভিড় কমত না৷ স্থানীয় প্রাক্তন বিধায়ক সাবিত্রী জানিয়েছেন, ভি বালসুব্রহ্মণ্যমের মতো একজন মানুষ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ