সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দরজির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল নগদ ৩০ লক্ষ টাকা এবং ২.৫ কেজি সোনার গয়না। চণ্ডীগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ইডি ওই দরজির বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কালো টাকার ১৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে নতুন ২,০০০ টাকার নোটে এবং বাকি টাকা মিলেছে ১০০ ও ৫০ টাকার নোটের বান্ডিলে।
গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে ইডির তরফে। এত টাকার লেনদেন কাদের মারফত হল সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে কালো টাকার খোঁজে তল্লাশি শুরু করেছে ইডি। এর ফলেই দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে কালো টাকা।