Advertisement
Advertisement

ধর্ষণ ও তিন তালাকের জন্য দায়ী পশ্চিমি সভ্যতাই, দাবি আরএসএস নেতার

কন্যাভ্রুণ হত্যাও নাকি এই কারণেই হচ্ছে!

RSS leader  Indresh Kumar blames 'Western Culture' for rape, triple talaq
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 7:54 am
  • Updated:June 3, 2017 7:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসা খুবই পবিত্র বিষয়৷ কিন্তু পশ্চিমি সভ্যতার প্রভাবেই তা দিনের পর দিন কলুষিত হচ্ছে৷ আর এই কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও তিন তালাকের মতো ঘটনা৷ এমনকী, ঘরোয়া হিংসা বা কন্যাভ্রুণ হত্যার মতো ন্যক্কারজনক ঘটনার জন্যও দায়ী পশ্চিমি সভ্যতার প্রভাবই৷ এমনটাই অভিমত আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের৷

[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]

Advertisement

নিজের মন্তব্যের জন্য এর আগেও সংবাদের শিরোনামে এসেছেন ইন্দ্রেশ কুমার৷ কখনও তিনি মন্তব্য করেছেন অযোধ্যা কাণ্ড নিয়ে, কখনও তিন তালাক নিয়ে নিজের মতামত পোষণ করেছেন৷ কিছুদিন আগেই গো-হত্যা নিয়ে মন্তব্য করে সংবাদমাধ্যমগুলির নজরে পড়েছিলেন আরএসএস নেতা৷ তিনি বলেছিলেন, ‘১২১ কোটির দেশে মাত্র কয়েকজনই এই কাজ (বিফ ফেস্ট) করছে৷ তারা সমগ্র দেশের মনোভাব মোটেও ব্যক্ত করছে না৷ আর যারা এমনটা করছে তারা আসলে মানবিকতার বিরুদ্ধেই কাজ করছে৷ আর দেশের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ তাদের উচিত অবিলম্বে এই পথ পরিত্যাগ করা’

Advertisement

[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]

এরপরই শুক্রবার ধর্ষণের প্রকৃত কারণ ব্যাখ্যা করেন আরএসএস নেতা৷ তাঁর মতে, ‘ভালবাসা বিষয়টি খুবই পবিত্র৷ কিন্তু পশ্চিমি সভ্যতা একে লাস্যে রূপান্তরিত করেছে, যা কোনওভাবে ব্যবসায় পরিণত হয়েছে৷ ধর্ষণ ও বিবাহবিচ্ছেদের কারণ এই পশ্চিমি সভ্যতাই৷ এখন তো মানুষজন ভ্যালেন্টাইনস ডে’র নামে খোলাখুলি ভালবাসা প্রকাশ করে৷ এই কারণেই বাড়ছে তিন তালাক, ধর্ষণ, ঘরোয়া হিংসা, কন্যাভ্রুণ হত্যার মতো ঘটনা৷’

আরএসএস-এর এক প্রশিক্ষণ শিবিরে এই সমস্যার কথা তুলে ধরেন ইন্দ্রেশ কুমার৷ দেশের সমস্ত সমস্যার জন্য পশ্চিমি সভ্যতাকে কাঠগড়ায় দাঁড় করালেও এর সমাধান অবশ্য জানাননি এরএসএস নেতা৷

[ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ