Advertisement
Advertisement

Breaking News

রাহুলের ইফতার পার্টিতে আমন্ত্রিত নন প্রণব! জল্পনা তুঙ্গে

সহজেই মিটছে না বিতর্ক, আশঙ্কা রাজনৈতিক মহলের৷

RSS meet fallout, Pranab Mukherjee not in Rahul Gandhi’s Iftar treat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 5:07 pm
  • Updated:June 11, 2018 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি৷ অনেকে বলছেন, প্রণব মুখোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন রাজনীতির ময়দান থেকে অবসর নিয়েও এখনও সমান ভাবে প্রাসঙ্গিক তিনি৷ তাঁদের একদা ‘ম্যানেজ মাস্টার’-এর বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে৷ সেই ক্ষোভ যে সহজেই মিটছে না তা বোঝা গেল, যখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইফতার পার্টির আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম৷

[ইঞ্জিন জুড়তে গিয়ে দুই বাফারের মধ্যে পড়ে চিড়েচ্যাপ্টা রেলকর্মী]

Advertisement

সূত্রের খবর, কংগ্রেস সভাপতির আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি বেশ কয়েকটি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের নাম৷ যাঁদের মধ্যে রয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি প্রমুখ৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী মহাজোটের অনেক শীর্ষনেতৃত্বকেই ১৩ জুন রাজধানীর তাজ প্যালেসে কংগ্রেস সভাপতির ইফতারে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে৷ ইন্দিরা জমানা থেকেই গান্ধী পরিবারের অত্যন্ত কাছের মানুষ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ যখনই কংগ্রসকে বিপদে পড়তে দেখা গিয়েছে তখনই মসিহার ভূমিকায় অবতরণ করতে দেখা গিয়েছে তাঁকে৷ ইউপিএ-১ ও ইউপিএ-২ তে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তিনি সামলেছেন৷ এহেন ব্যক্তিকে কংগ্রেস সভাপতি ইফতারে না আমন্ত্রণ করায় বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে৷ এমনকি অবাকও হয়েছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক৷

Advertisement

[দিল্লির এইমসে ভরতি অটলবিহারী বাজপেয়ী, গঠন করা হল মেডিক্যাল বোর্ড]

আইএসএস-এর আমন্ত্রণ যখন থেকে গ্রহণ করেছেন প্রণব মুখোপাধ্যায়, তখন থেকেই কখনও সরাসরি বা কখনও বকলমে তাঁর সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব৷ এমনকি বাবার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও৷ সব জল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ঢঙেই সনাতন ভারতের পাঠ পড়িয়েছেন চাণক্য প্রণব মুখোপাধ্যায়৷ সঙ্গে সঙ্গে ইউ টার্ন নিয়েছেন কংগ্রেসে নেতারা৷ তবে এতকিছুর পরেও কাটছে না বিতর্কের রেশ৷ এই নয়া বিতর্কের অংশ হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইফতার পার্টি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ