Advertisement
Advertisement

Breaking News

Rupees

ফের রেকর্ড পতন টাকার দামে, শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত

মার্কিন রাজস্বনীতি বদলের সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারে।

Rupee dives 18 paise to lifetime low of 78.22 per USD | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 15, 2022 8:50 pm
  • Updated:June 15, 2022 8:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অর্থনীতির (Indian Economy) মন্দা যেন কাটতেই চাইছে না। শেয়ার মার্কেটের বর্তমান পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলছে ভারতীয় মুদ্রা বাজারেও। যার দরুণ বুধবার রেকর্ড পতন হল ভারতীয় টাকার (Indian Rupee) দামে।

মঙ্গলবারের তুলনায় আরও ১৮ পয়সা পড়েছে ভারতীয় মুদ্রার দাম। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ২২ পয়সা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ মার্কিন ডলারের দাম ৭৮ টাকা ২২ পয়সা। যা সর্বকালীন রেকর্ড। এদিনের শুরুতে ভারতীয় টাকার দাম ছিল ৭৭ টাকা ৯৯ পয়সা। 

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রার্থী দেবে বিরোধীরা, ১৭ দলের বৈঠক শেষে ঘোষণা মমতার]

ওয়াকিবহাল মহল বলছে, ভারতীয় শেয়ার বাজার ধুঁকছে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না। আবার আমেরিকার ফেডারেল ব্যাংকের সুদ বাড়ানোর ফলে বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় শেয়ার বাজার থেকে ক্রমাগত টাকা তুলে নিয়েছে। শেয়ার বাজারের হিসেব বলছে, গত ৪ দিনে ভারতীয় শেয়ার বাজার থেকে ৬ লক্ষ কোটি টাকা ঙবে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রা বাজারে।

Advertisement

কেন বারবার টাকার দামের পতন ঘটছে? এর পিছনে রয়েছে একাধিক কারণ। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইএফএ গ্লোবাল (IFA Global) বেশ কয়েকটি কারণ তুলে ধরেছে। তারা জানিয়েছে, দুর্বল অভ্যন্তরীণ বাজার (Weak Domestic Market), অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে-ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে পারে। সোমবার বাজার খুলতেই ৩৬ পয়সা নামে টাকার দাম। বাজার খোলার পর টাকার দাম ডলারের তুলনায় কমে দাঁড়ায় ৭৮ টাকা ২৯ পয়সা। 

[আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৩০, কলকাতায় সংক্রমণের সেঞ্চুরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ