Advertisement
Advertisement

Breaking News

কপ্টার কাণ্ডে জামিন প্রাক্তন বায়ুসেনা প্রধানের

বিনা অনুমতিতে তাঁকে দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে৷

S P Tyagi gets bail in AgustaWestland case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 11:54 am
  • Updated:December 26, 2016 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর গ্রেপ্তারিতে শোরগোল পড়েছিল গোটা দেশে৷ অগাস্টা কেলেঙ্কারিতে অবৈধ আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর বিরুদ্ধে৷ সেইমতো সিবিআই গ্রেপ্তার করে তাঁকে৷ সোমবার পাতিয়ালা হাউস কোর্ট ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল৷

অগাস্টা কেলেঙ্কারিতে বহুদিন আগেই অভিযোগ উঠেছিল ত্যাগীর বিরুদ্ধে৷ বরাত পাইয়ে দেওয়ার জন্য নিজের প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ সেই ভিত্তিতেই সিবিআই গ্রেপ্তার করে তাঁকে৷ গ্রেপ্তার হয় তাঁর ভাই সঞ্জীব ত্যাগীও৷ যদিও তিনি জানিয়েছিলেন, বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতির যে হেরফের করা হয়েছিল, তা তাঁর একার সিদ্ধান্ত নয়৷ অনেকগুলি বিভাগের সমবেত সিদ্ধান্তেই সে কাজ করা হয়েছিল৷ এদিন পাতিয়ালার আদালত বিশেষ কিছু শর্তে তাঁর জামিন মঞ্জুর করল৷ বিনা অনুমতিতে তাঁকে দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি এই ঘটনার কোনও সাক্ষীর সঙ্গে কোনওরকম যোগাযোগ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ