BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

সমাজবাদী পার্টির সম্পত্তি পাঁচ বছরে বাড়ল ১৯৮%

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 10, 2018 4:44 pm|    Updated: March 10, 2018 4:44 pm

Samajwadi Party wealth increased 198% in five years

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র পাঁচ বছর। এরই মধ্যে দলের ঘোষিত সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৯৮ শতাংশ। এটা কোনও জাতীয় রাজনৈতিক দলের সম্পত্তির হিসাব নয়। আঞ্চলিক দল হিসাবে পরিচিত সমাজবাদী পার্টির সম্প্রতি প্রকাশিত সম্পত্তির খতিয়ানে এমনটাই উঠে এসেছে। সেই সঙ্গে ধনীতম আঞ্চলিক দলের স্বীকৃতিও পেয়েছে সপা। শুধু সপা নয়। উল্লেখযোগ্য হারে সম্পত্তি বৃদ্ধির তালিকায় রয়েছে দেশের বেশ কিছু আঞ্চলিক দলের নাম। এআইএডিএমকে, সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লক ও শিব সেনার বার্ষিক ঘোষিত সম্পত্তি বৃদ্ধির হার নেহাত কম নয়।

[ছেলে-বউমার ‘নির্যাতনে’ ঘরছাড়া, ভিক্ষে করে দিন গুজরান প্রবীণ দম্পতির]

রিপোর্ট বলছে, অর্থবর্ষ ২০১১-১২ থেকে ২০১৫-১৬-র মধ্যে এআইএডিএমকে-র ঘোষিত সম্পত্তি বেড়েছে ১৫৫ শতাংশ। অর্থাৎ ৮৮ কোটি থেকে বেড়ে হয়েছে ২২৫ কোটি টাকা। ওই একই সময়ে শিব সেনার সম্পত্তি বেড়েছে ৯২ শতাংশ। টাকার হিসাবে ২১ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯ কোটি টাকা। নির্বাচন কমিশনে দাখিল করা সম্পত্তির খতিয়ান থেকে এই রিপোর্ট তৈরি করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। আঞ্চলিক রাজনৈতিক দলগুলির সম্পত্তির হিসাব দাখিলের পাশাপাশি নোটার পরিসংখ্যান পেশ করেছে এডিআর। সেই রিপোর্ট অনুযায়ী, মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে সব চেয়ে বেশি মানুষ নোটায় ভোট দিয়েছেন। ২০১৩ সাল থেকে গত পাঁচ বছরে বিধানসভা ও লোকসভা নির্বাচন মিলিয়ে নোটায় ভোট পড়েছে ১.৩ কোটি।

[১২ ও তার কমবয়সী শিশুকে ধর্ষণে মৃত্যুদণ্ড, নয়া বিল রাজস্থানে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে