Advertisement
Advertisement

Breaking News

Sanjay Raut

ফিরছে ভয়ংকর দিনগুলি! কাশ্মীর ফাইলসের সিক্যুয়েল তৈরি হবে? কেন্দ্রকে কটাক্ষ সঞ্জয় রাউতের

'অতীতকে ঢাকা হয়নি, বর্তমানকে লোকানো হবে কেন? প্রশ্ন শিব সেনা সাংসদের।

shiv sena MP Sanjay Raut attacks Centre, Why not a film on current exodus from Kashmir | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 5, 2022 1:33 pm
  • Updated:June 5, 2022 3:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে চলছে ‘টার্গেট কিলিং’। ১ মে থেকে আজ অবধি ৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। একটি সম্প্রদায়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উপত্যকায়। শুক্রবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দফায় দফায় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন। যদিও কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits) এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে রবিবার মোদি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। সঞ্জয় টুইট করেন, যাঁরা কিছুদিন আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সিনেমার সমর্থনে প্রচার চালাচ্ছিলেন, তাঁরা এখন কোথাও? উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে ‘কাশ্মীর ফাইলস ২’ নামের সিনেমা তৈরি হবে?

চলতি বছরের গোড়ার দিকে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পায়। ১৯৯০ সালে ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ঘটনা নিয়ে ছবিটি তৈরি হয়। গেরুয়া শিবির এই ছবির সমর্থনে ঢালও প্রচার চালিয়েছিল। একাধিক বিজেপি শাসিত রাজ্যে সিনেমাটিকে করমুক্ত করা হয়। এমনকী কোনও কোনও রাজ্যে ছবিটিকে দেখার জন্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটি দেওয়া হয়। সিনেমাটি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ (Narendra Modi) দেশের হেবিওয়েট বিজেপি নেতারা। সেই ছবির প্রসঙ্গ তুলে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন সঞ্জয় রাউত। টুইট করে চাইলেন, কাশ্মীরে এখনকার অবস্থা নিয়ে ছবি হলে কেন্দ্রীয় সরকার প্রচার চালাবে? 

Advertisement

[আরও পড়ুন: ‘আমার স্ত্রী এক পয়সাও নেননি’, PPE কিট দুর্নীতিতে বিরোধীদের জবাব হিমন্ত বিশ্বশর্মার]

শিব সেনা সাংসদ টুইট করেন, “কাশ্মীর পণ্ডিতদের খুন করা হচ্ছে এবং উপত্যকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। যাঁরা দ্য কাশ্মীর ফাইলস নিয়ে হইচই করেছিল তাঁরা এখন বোবা! বর্তমান পরিস্থিতি নিয়ে কি কাশ্মীর ফাইলস ২ তৈরি হবে? প্রধানমন্ত্রী প্রচার চালাবেন ছবির সমর্থনে? যদি অতীতকে না ঢাকা হয়, তাহলে বর্তমানকেই বা লোকানো হবে কেন?”

[আরও পড়ুন: বন্যাবিধ্বস্ত অসমের রাস্তায় পিছলে গেল বাইকের চাকা, কাজ করতে গিয়ে মৃত অশোকনগরের জওয়ান]

সাম্প্রতিককালে জঙ্গি হামলায় একের পর এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে। এমনকী পরিস্থিতির চাপে ১৭৭ জন কাশ্মীর পণ্ডিত শিক্ষককে তুলনায় ঝুঁকিহীন শ্রীনগরে বদলে করা হয়েছে। ওই বদলির পরেই কেন্দ্রকে একহাত নিলেন রাউত। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা নেতা উদ্ধব ঠাকরেও (Uddhav Thackeray) সাম্প্রতিক ঘটনায় কেন্দ্রেকে নিশানা করেছেন। তিনি বলেন, “কাশ্মীরে পণ্ডিতদের ঘরে ফেরানোর স্বপ্ন দেখানো হচ্ছিল। এখন তাঁদের মরতে হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ