Advertisement
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশে শুরু প্রিয়াঙ্কা ম্যাজিক! কংগ্রেসের হাত ধরলেন প্রাক্তন বিজেপি সাংসদ

উত্তরপ্রদেশের ২৬টি আসনকে টার্গেট করছে কংগ্রেস।

Savitri Bai Phule joins Congress
Published by: Subhajit Mandal
  • Posted:March 3, 2019 4:43 pm
  • Updated:March 3, 2019 9:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাবিত্রী বাঈ ফুলে, সদ্য বিজেপি ছেড়েছেন। শাসকদলের বিরুদ্ধে দলিত বিরোধী মনোভাবের অভিযোগ ছিল তাঁর। এবার প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বাহারাইচের সাংসদ সাবিত্রী বাঈ ফুলে। তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সাবিত্রী বাঈ ফুলের পাশাপাশি উত্তরপ্রদেশের বর্ষীয়ান সমাজবাদী পার্টি নেতা রাকেশ সাচানও এদিন কংগ্রেসে যোগ দেন। এর আগে ফতেপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

[জামাতকে নিষিদ্ধ করার ফল ভুগতে হবে, হুঁশিয়ারির সুর মুফতির গলায়]

সাবিত্রী বাঈ ফুলে উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ের অন্যতম বড় নেত্রী। প্রায় বছরখানেক ধরেই বিজেপির বিরুদ্ধে দলিত ইস্যুতে সুর চড়িয়ে চলেছেন তিনি। বিজেপিকে তিনি সরাসরি দলিত-বিরোধী দল বলে তোপও দেগেছেন। উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের উপর বেশ প্রভাব রয়েছে সাবিত্রীর। অন্যদিকে, সাচানও এলাকায় বেশ প্রভাবশালী। তাই, এই দুই নেতার দলে যোগ দেওয়া প্রিয়াঙ্কা গান্ধীর বড় সাফল্য হিসেবেই বর্ণনা করছে কংগ্রেস।

Advertisement

[DRDO প্রধানকে অনন্য পুরস্কারে সম্মানিত করল আমেরিকা]

উত্তরপ্রদেশে এমনিতে চতুর্থ শক্তিতে পরিণত হয়েছে কংগ্রেস। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এক্কেবারে তলানিতে ঠেকেছে কংগ্রেসের ভোট ব্যাংক। আসনের বিচারেও খুব একটা উল্লেখযোগ্য সাফল্য নেই। তাছাড়া, সপা-বসপার মহাজোটে জায়গা না পাওয়াটাও বড় ধাক্কা ছিল রাহুল গান্ধীর জন্য। কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া হাত শিবির, এবারের লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে বাজিমাত করতে চাইছে। প্রিয়াঙ্কা দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা দলে নাম লিখিয়েছেন।সূত্রের খবর, প্রিয়াঙ্কার নেতৃত্বে উত্তরপ্রদেশের অন্তত ২৬টি আসনে ভাল ফল করার ব্যপারে আশাবাদী কংগ্রেস। এর মধ্যে ১৭টি আসন তাঁরা চিহ্নিত করেছে প্রথম সারির আসনের মধ্যে। কংগ্রেস নেতাদের বিশ্বাস, এই ১৭ আসনে তাঁরা জিততে পারেন। যদিও বিরোধীদের দাবি, এসবই কংগ্রেসের আকাশকুসুম কল্পনা।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ