Advertisement
Advertisement

Breaking News

SBI ATM

ব্যাংক ও ATM থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনছে SBI, জানুন বিস্তারিত

কবে থেকে চালু হবে নতুন নিয়ম?

SBI changes rules for cash withdrawal from ATM, branch | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 9, 2021 9:08 pm
  • Updated:June 9, 2021 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাস থেকেই ব্যাংক এবং এটিএম (ATM) থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনছে স্টেট ব্যাংক। এবার থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের (Zero Ballance Account) ক্ষেত্রে টাকা তোলার নিয়মে আরও কড়াকড়ি করা হচ্ছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে চেকবইয়ের দামও। ১ জুলাই থেকে চালু হবে নয়া নিয়ম।

SBI changes rules for cash withdrawal from ATM, branch

Advertisement

স্টেট ব্যাংক দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এর গ্রাহক সংখ্যাও প্রচুর। এর মধ্যে বহু গ্রাহক এমন রয়েছেন যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছেন। এই ধরনের গ্রাহকদের সাহায্য করার লক্ষ্যেই সাধারণ সঞ্চয়ী আমানত বা Basic Savings Bank Deposit অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়েছিল SBI। এই ধরনের অ্যাকাউন্টগুলি খোলা যায় কোনও ব্যালেন্স ছাড়াই। এর কোনও মিনিমাম বা ম্যাক্সিমাম ব্যালেন্সের সীমা নেই। অ্যাকাউন্ট খুললে সঙ্গে এটিএম-ডেবিট কার্ডও দেওয়া হয়। মূলত এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রেই বদলাচ্ছে টাকা তোলার নিয়ম।

Advertisement

[আরও পড়ুন: ভোট পরবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে মোদির সঙ্গে বৈঠক শুভেন্দুর, দিল্লিতে হাজির আরও ৩ সাংসদ]

স্টেট ব্যাংকের (State Bank of India) তরফে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে সর্বোচ্চ চারবার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন। এর বেশিবার টাকা তুললে প্রতিবার ১৫ টাকা করে চার্জ কাটা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি। তবে, নগদে নয় এমন লেনদেনের ক্ষেত্রে এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়। বদলাচ্ছে চেকবই রাখার নিয়মও। এখন থেকে প্রত্যেক বছর ১০ পাতার একটি চেকবই বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের। তারপর থেকে চেকবই ব্যবহার করতে গেলেও গুণতে হবে গাঁটের কড়ি। সে ক্ষেত্রে ১০ পাতার চেকবইয়ের দাম হবে ৪০ টাকা। ২৫ পাতার চেকবই কিনলে দিতে হবে ৭৫ টাকা। কেউ আপাতকালীন পরিস্থিতিতে চেকবই কিনতে গেলে দিতে হবে ৫০টাকা। সবক্ষেত্রেই কার্যকর হবে জিএসটি। যা গ্রাহকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে, সব নিয়মই চালু হবে ১ জুলাই থেকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ