Advertisement
Advertisement
Electoral Bond

বন্ড-নির্দেশিকা প্রকাশ করতে নারাজ, আরটিআইয়ের জবাবে সাফ জানাল SBI

ইলেক্টোরাল বন্ডকে ‘অসাংবিধানিক’ এবং ‘ক্ষতিকারক’ বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট।

SBI refuses to disclose electoral bond SOPs, faces RTI challenge
Published by: Biswadip Dey
  • Posted:April 3, 2024 10:11 am
  • Updated:April 3, 2024 10:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) বিক্রি সম্পর্কিত তথ‌্য প্রকাশ করতে অস্বীকার করল এসবিআই (SBI)। তথ‌্যাধিকার আইনের আওতায় অঞ্জলি ভরদ্বাজ সম্প্রতি স্টেট ব‌্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় ইলেক্টোরাল বন্ডের বিক্রি এবং ‘রিডেম্পশন’ সংক্রান্ত ‘স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) তথ‌্য জানতে চেয়ে একটি পিটিশন দায়ের করেছিলেন। কিন্তু এসবিআই তা করতে অস্বীকার করেছে।

এসবিআই-এর ডেপুটি জেনারেল ম‌্যানেজার এম কান্না বাবু এই প্রসঙ্গে বলেন, বন্ডের এসওপি সংক্রান্ত তথ‌্য অভ‌্যন্তরীণ নির্দেশিকাবলির আওতায় পড়ে। এর মধে‌্য গোপন বাণিজি‌্যক বোঝাপড়া, ট্রেড সিক্রেট-সহ নানা অতি জরুরি তথ‌্য থাকে এবং আরটিআই আইনেরই ৮(১) (ঘ) ধারা অনুসারে এগুলি প্রকাশ করা যায় না। আইন অনুযায়ী, কোনও তৃতীয় ব‌্যক্তির হাতে এই তথ‌্য এলে, তার অপব‌্যবহার হতে পারে, কাজেই বৃহত্তর জনস্বার্থের কথা ভেবে এই তথ‌্য প্রকাশযোগ্যের তালিকায় রাখা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূলের নেতাদের হয়ে দালালি!’ পুলিশকে আঙুল উঁচিয়ে হুমকি সৌমিত্রর]

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ইলেক্টোরাল বন্ডকে ‘অসাংবিধানিক’ এবং ‘ক্ষতিকারক’ বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে যেন ওই বন্ড দেওয়া বন্ধ করা হয়। পাশাপাশি নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন রাজনৈতিক দল কত অনুদান পেয়েছে, কারা অনুদান দিয়েছে, তা প্রকাশ্যে আনার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৬ মার্চ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পরেও এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেয়নি। এর জেরে পরবর্তীতে আদালতে ভর্ৎসনার মুখে পড়ে ব‌্যাঙ্ক কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত গত ১৩ মার্চ এসবিআই-এর তরফে বন্ড সংক্রান্ত তথ‌্য কমিশনের কাছে জমা দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ