Advertisement
Advertisement

Breaking News

খারিজ আপের দাবি, ঘুষ কাণ্ডে মোদিকে রেহাই সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও যুক্তিযুক্ত প্রমাণ নেই৷

SC refuses to order probe against PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 3:33 pm
  • Updated:November 26, 2016 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন তিনি৷ কালো টাকা রুখতে করেছেন ‘সার্জিক্যাল স্ট্রাইক’৷ বাতিল হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ সেই তাঁর বিরুদ্ধেই উঠেছিল ঘুষ নেওয়ার অভিযোগ৷ তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও যুক্তিযুক্ত প্রমাণ নেই৷

অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন ব্যবসায়ী সংস্থার থেকে টাকা নিয়েছিলেন মোদি৷ অভিযোগ তোলা হয়েছিল আপের পক্ষ থেকে৷ প্রমাণস্বরূপ, এক সংস্থার এন্ট্রির নমুনাও সামনে আনা হয়েছিল৷ ঠিক যে সময় নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী, তখন এই প্রমাণ সামনে এনে মোদি বিরোধিতায় হাওয়া দিতে চেয়েছিল বিরোধীরা৷ কিন্তু আদালত সে দাবি নস্যাৎ করল৷ যে প্রমাণ সর্বোচ্চ আদালতের সামনে আনা হয়েছিল, তা যে আদতে কোনও প্রমাণই নয়, তাইই সাফ জানিয়ে দেওয়া হল৷

Advertisement

এই প্রমাণ দাখিল করেই মোদির বিরুদ্ধে তদন্ত চেয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা৷ কিন্তু বিচারপতি জে এস খেহার ও বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন এক বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এ প্রমাণ ভিত্তিহীন৷ এরকম অনেক এন্ট্রি তৈরি করা যায়, তাতে অনেকের নামও রাখা যায়৷ কিন্তু এর ভিত্তিতে কোনও তদন্ত শুরু করা যায় না৷ কোনও যুক্তিগ্রাহ্য প্রমাণ পেলে তবে যেন অভিযোগকারী আদালতের দ্বারস্থ হয়, এমনটাই নির্দেশ দেয় বেঞ্চ৷ ফলে এই সঙ্গেই মোদির বিরুদ্ধে তোলা আপের অভিযোগও খারিজ হয়ে গেল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ