Advertisement
Advertisement
liver donetion

মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে লিভার দান করতে চায় নাবালক, বাধা আইন! কী বলছে সুপ্রিম কোর্ট?

আইন অনুযায়ী ১৮ বছর বয়স না হলে ভারতে অঙ্গদানের অনুমতি দেওয়া হয় না।

SC seeks response from UP on minor's plea for permission to donate liver | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 10, 2022 9:44 am
  • Updated:September 10, 2022 9:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। তাঁকে বাঁচানোর একমাত্র উপায় লিভার ট্রান্সপ্লান্ট। বাবাকে বাঁচাতে নিজের লিভারের (Liver) একটা অংশ কেড়ে দিতে রাজি নাবালক। কিন্তু বাধা আইন। নাবালক হওয়ায় বাবাকে লিভার দানের অনুমতি পায়নি উত্তরপ্রদেশের নয়ডার ১৭ বছরের কিশোর। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে হল তাকে।

গত ৮ সেপ্টেম্বর শীর্ষ আদালতে একটি আরজি জানিয়েছে ওই নাবালক। বাবাকে লিভার দান করার অনুমতি চেয়েছে সে। আসলে বেশ কিছুদিন ধরেই ১৭ বছরের ওই কিশোরের বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, পরিবারের কেউ লিভারের একটা অংশ দান করলে বেঁচে যেতে পারেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই পরিবারের সবার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। কিন্তু ১৭ বছরের ছেলে ছাড়া আরও কারও সঙ্গে ওই ব্যক্তির লিভার ম্যাচ করেনি। ওই নাবালক অবশ্য বাবাকে লিভারের একটা অংশ দিতে এককথায় রাজি হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানোর চেষ্টা! বিপ্লব দেব-সহ একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভিনরাজ্যে পাঠাল বিজেপি]

কিন্তু তাতেও সমস্যা মেটেনি। ওই নাবালকের লিভার নেওয়ার (Liver Transplant) ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আইন। ভারতের আইন অনুযায়ী জীবিত অবস্থায় ১৮ বছরের কম বয়সি কারও অঙ্গ প্রতিস্থাপন করা যায় না। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ সরকার ওই নাবালকের লিভার প্রতিস্থাপনের অনুমতি দেয়নি। শেষপর্যন্ত বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় ওই নাবালককে। শুক্রবার প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিস দিয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি, সংগঠন বিস্তারে আরও একজন পর্যবেক্ষক পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব]

সোমবার মামলার পরবর্তী শুনানি। সেদিন শীর্ষ আদালতে উত্তরপ্রদেশের চিকিৎসা সচিবকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নাবালকের পক্ষের আইনজীবী দাবি করেছেন, এমনিতে ভারতে ১৮ বছরের কম বয়সিদের অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি না দেওয়া হলেও বিশেষ ক্ষেত্রে গুরুত্ব বুঝে তা দেওয়াই যায়। এখন দেখার সোমবার উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh) কী সিদ্ধান্ত জানায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ