Advertisement
Advertisement

Breaking News

Amarnath Yatra

অমরনাথ যাত্রায় সন্ত্রাস হানার ছক, দায়িত্বে দুই পাক জঙ্গি! জারি হাই অ্যালার্ট

নিরাপত্তারক্ষী এবং অমরনাথ যাত্রীদের উপর হামলার পরিকল্পনা করা হয়েছে।

Security agencies is on alert as terror attack threat looms over Amarnath Yatra | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 6, 2023 4:55 pm
  • Updated:June 6, 2023 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ যাত্রা শুরুর আগেই প্রকট হল জঙ্গিহানার আশঙ্কা। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, পাক সন্ত্রাসবাদী সংগঠন জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানার ছক কষছে। তীর্থযাত্রা আটকে দিয়ে সন্ত্রাস ছড়াতে নাকি নিরাপত্তারক্ষী এবং অমরনাথ যাত্রীদের উপর হামলার পরিকল্পনা করা হয়েছে। যার জেরে যাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

ইতিমধ্যেই অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2023) নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, রফিক নাই এবং মহম্মদ আমিন বাট ওরফে আবু খুবেইবকে জঙ্গি হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। রাজৌরি-পুঞ্চ, পীর পাঞ্জাল এবং চেনাব ভ্যালি এলাকায় সন্ত্রাস হামলার ছক রয়েছে এই জঙ্গিদের বলেও জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা। আগামী ১ জুলাই থেকে অমরনাথ যাত্রার পথ খুলে যাবে তীর্থযাত্রীদের জন্য। চলবে ৬২ দিন ধরে। জম্মু-কাশ্মীরে এই তীর্থযাত্রা শুরু হলেই যাত্রীদের উপর হামলা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা। এমন খবর পাওয়ামাত্রই গোয়েন্দা সংস্থার তরফে সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না’, বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে কড়া বার্তা হাই কোর্টের]

অমরনাথ যাত্রীদের গতি অবরুদ্ধ করতেই পাক জঙ্গিরা হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। হামলা হবে সীমানার নিরাপত্তারক্ষীদের উপরও। আর এই কারণেই গোটা এলাকা কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। গোয়েন্দা আধিকারিকরা আরও জানতে পেরেছেন, রফিক পুঞ্চের বাসিন্দা এবং মহম্মদ আমিন ডোডা জেলার বাসিন্দা। তারা দু’জনই বর্তমানে পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজেদের জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। তবে পুঞ্চ ও ডোডায় রফিক এবং আমিনের বাড়িতে প্রতিনিয়ত নজর রাখছেন গোয়েন্দারা।

Advertisement

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের উসকানি দিয়ে নিজেদের পরিকল্পনায় শামিল করার চেষ্টা করছে রফিক ও আমিন। কিন্তু তীর্থযাত্রায় যাতে কোনওপ্রকার অশান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। কিন্তু জঙ্গিহামলার খবর প্রকাশ্যে আসতে দুশ্চিন্তায় তীর্থযাত্রীরা।

[আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রোহিতের হাতে চোট! দুশ্চিন্তা ভারতীয় শিবিরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ