Advertisement
Advertisement

Breaking News

এনসেফালাইটিস

এনসেফালাইটিস আক্রান্ত শিশুদের চিকিৎসায় ‘গাফিলতি’, বরখাস্ত সিনিয়র চিকিৎসক

গাফিলতির অভিযোগ মানতে নারাজ চিকিৎসকরা৷

Senior doctor suspended for negligence as encephalitis death toll rises
Published by: Sayani Sen
  • Posted:June 23, 2019 12:07 pm
  • Updated:June 23, 2019 5:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন যত যাচ্ছে, ততই বাড়ছে এনসেফালাইটিসে মৃতের সংখ্যা৷ নিহত শিশুদের পরিবার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের দায়ী করেছেন৷ তাঁদের অভিযোগ, সঠিক চিকিৎসা না পেয়ে একে একে মারা যাচ্ছে খুদেরা৷ এই অভিযোগের জেরে নড়েচড়ে বসল বিহারের স্বাস্থ্যদপ্তর৷ ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসক ভীমসেন কুমারকে বরখাস্ত করা হয়েছে৷

[ আরও পড়ুন: সংশোধনাগারেই খুন শিখ ধর্মগ্রন্থ অবমাননার দায়ে বন্দি, অশান্তির আশঙ্কা পাঞ্জাবে]

গত কয়েকদিন ধরে বিহারে ভয়ংকর চেহারা নিয়েছে এনসেফালাইটিস৷ শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল, পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছে শিশুরা৷ সরকারি হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই ১২৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷ যদিও বেসরকারি সূত্রের দাবি মোট ১৭৭ জন শিশু এনসেফালাইটিসের বলি৷ লিচু খেয়ে রোগ সংক্রামিত হয়েছে বলেই অনুমান চিকিৎসকদের৷ যদিও মৃতের পরিজনদের দাবি, শুধু লিচুই নয়৷ পরিমিত খাবারের অভাবও এই ঘটনার জন্য দায়ী৷ চিকিৎসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহত শিশুদের অভিভাবকেরা৷ তারই মাঝে আবার শনিবার মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে কঙ্কাল৷ তবে কঙ্কালগুলি কোথা থেকে এল, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ যদিও হাসপাতালের কেয়ারটেকারের দাবি, ময়নাতদন্তের পর দাবিহীন দেহগুলি এখানে ফেলে দেওয়া হয়েছে৷ কিন্তু নিন্দুকরা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন৷ কঙ্কাল কাণ্ডের নেপথ্যে দেহ লোপাটের চেষ্টা কাজ করছে কি না, সেই প্রশ্ন করছেন কেউ কেউ৷ দুই ঘটনার জেরেই সিনিয়র চিকিৎসককে বরখাস্তর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর৷

Advertisement

[ আরও পড়ুন: ইউপিএ আমলেই ফৌজি বিমান ক্রয়ে ঘুষ ৩৩৯ কোটি, তদন্তে সিবিআই]

এদিকে,শতাধিক শিশুমৃত্যু এবং কঙ্কাল উদ্ধার পৃথক দুটি ঘটনায় লেগেছে রাজনীতির রং৷ বিরোধীদের দাবি, এনসেফেলাইটিসের জেরেই পরিষ্কার হয়ে গিয়েছে বিহারের চিকিৎসা ব্যবস্থার কঙ্কালসারশূন্য অবস্থা৷ বিরোধীদের কটাক্ষে রীতিমতো অস্বস্তিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ কঙ্কাল কাণ্ড নিয়ে মুখ খোলেননি তিনি৷ তবে শিশুদের চিকিৎসার পর্যাপ্ত বন্দোবস্ত নেওয়া হয়েছে বলেই দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ