Advertisement
Advertisement
Uttar Pradesh

টার্গেট মধ্যবয়সি মহিলারা, যৌনতায় রাজি না হলেই খুন! ১৩ মাসে ৯ খুনে ধৃত সিরিয়াল কিলার

খুনের পর ধৃত নিহতদের টিপ, কখনও লিপস্টিক নিয়ে যেত বলে জানিয়েছে পুলিশ।

Serial Killer arrested in Uttar Pradesh

ছবি: প্রতীকী

Published by: Subhankar Patra
  • Posted:August 11, 2024 9:21 am
  • Updated:August 11, 2024 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৩ মাসে নয় খুন। প্রতিটি খুন হয়েছে উত্তরপ্রদেশের বরেলির শাহি- শিশগড় এলাকায়। মৃতরা প্রত্যেকেই মহিলা। তাঁদের বয়স ৪২-৬০ বছরের মধ্যে। বেশিরভাগ কাজ করতেন চাষের খেতে। এমনকী প্রতিটি খুনের কায়দায়ও এক। পর পর খুন হতে থাকায় উত্তরপ্রদেশ পুলিশের সন্দেহ দৃঢ় হয় এই কাজ সিরিয়াল কিলারের।

একের পর এক মৃতদেহ উদ্ধারের পর চিরুনি তল্লাশি শুরু করে তারা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল খুনি। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। তার খোঁজে যে অভিযান চলছিল তার নাম ছিল ‘অপারেশন তলাশ’।

Advertisement

[আরও পড়ুন: বজ্রপাতে ৩ মহিলার মৃত্যু, মাঠে কাজ করার সময় পুরুলিয়ায় অঘটন]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কুলদীপকুমার গঙ্গওয়ার। সে উত্তরপ্রদেশেরই বাসিন্দা। গত বছর ২২ জুন সে প্রথম খুন করে। শেষ খুনটি করে চলতি বছরের ২ জুলাই। জানা গিয়েছে, চাষের খেতে কর্মরত মহিলাদের উপরেই বেশিরভাগ হামলা ও যৌন নির্যাতন চালাত সে। যৌনতায় রাজি না হলে খুন করে দিত।

প্রতিটি খুনই করত একই কায়দায়। এমনকী খুনের পর মহিলাদের সঙ্গে থাকা কিছু একটা জিনিস নিয়ে সংগ্রহে রাখত সে। কখনও নিহতদের টিপ, কখনও লিপস্টিক, কখনও আবার পরিচয়পত্রও নিয়ে নিত। এমন বেশ কিছু সামগ্রী পুলিশ কুলদীপের থেকে উদ্ধার করেছে পুলিশ।

[আরও পড়ুন: RG Kar হত্যাকাণ্ড: পরপর পাঁচ বিয়ে! প্রকাশ্যে ধৃতের কুকীর্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement