Advertisement
Advertisement

Breaking News

ব়্যানসমওয়্যার ভাইরাসের জেরে দেশে বন্ধ বহু ATM

তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানাচ্ছেন, ব়্যানসমওয়্যারের প্রভাব ভারতে তেমনভাবে পড়েনি৷

Several ATMs down shuttered anticipating wannacry attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 1:32 pm
  • Updated:May 15, 2017 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির সময় একাধিক এটিএম-এ মিলছিল না নগদ টাকা৷ হেনস্তার শিকার হয়েছিলেন সাধারণ মানুষ৷ এখন অবস্থা অনেকটাই ভাল৷ এখন আর এটিএম-এ গিয়ে খালি হাতে ফিরতে হয় না৷ তবে এবার আবার সেই পুরনো অবস্থা ফিরতে চলেছে৷ কেননা ব়্যানসমওয়্যার ভাইরাস আক্রমণের জেরে এবার দেশ জুড়ে বেশ কিছু এটিএম বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন৷

ব়্যানসমওয়্যার আক্রমণের জেরে সারা পৃথিবীতেই জারি হয়েছে সতর্কতা৷ এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রও৷ ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে সতর্ক করা হয়েছিল এটিএম গুলিকে৷ জানা গিয়েছিল, দেশের আড়াই লক্ষ এটিএমের অন্তত ৬০-৭০শতাংশ এটিএম বিপদের মুখে দাঁড়িয়ে আছে৷ কেননা বেশিরভাগ এটিএম-এই ব্যবহার করা হয় পুরনো ভার্সনের সফটওয়্যার৷ যার আপডেট আনাই বন্ধ করে দিয়েছে সংস্থাগুলি৷ যদিও এই ঘটনার জেরে সেগুলির আপডেট করানো আবশ্যক বলে জানানো হয়েছে৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সুপারিশ করাও হয়েছিল, যতক্ষণ না আপডেট হচ্ছে ততক্ষণ এটিএমগুলি বন্ধ রাখা হোক৷ সেইমতো দেশের বহু এটিএম বন্ধ থাকবে৷ এছাড়া ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে৷ নাগরিকদেরও সবরকম সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে৷

Advertisement

জানা যাচ্ছে, এই ব়্যানসমওয়্যার এক ধরনের ম্যালওয়্যার৷ বিশেষ একটি .exe ফাইল মেলের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকতে পারে৷ যা খুললেই এটি আপলোড হয়ে যায় সিস্টেমে৷ এই ম্যালওয়্যার লক করে দিতে পারে কমপিউটরের হার্ড ড্রাইভ৷ ফলে সবরকম জরুরি তথ্যের ব্যাক আপ রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে৷ সরকারের তরফে এ ব্যাপারে সচেতন করার জন্য প্রচারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷

Advertisement

এদিকে ব়্যানসমওয়্যারের আক্রমণ ভারতেও ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কেরলে হয়েছে এই আক্রমণ৷ পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বালুরঘাটের সরকারি অফিসে এই ভাইরাসের আক্রমণ হয়েছে৷ দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই আক্রমণ ছড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ যদিও কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানাচ্ছেন, ব়্যানসমওয়্যারের প্রভাব ভারতে তেমনভাবে পড়েনি৷ এ নিয়ে অনর্থক কোনও চিন্তার কারণ নেই বলেও জানিয়েছেন তিনি৷ তবু আগাম পদক্ষেপ হিসেবেই ব্যাঙ্কিং পরিষেবা ও এটিএম গুলির ক্ষেত্রে সতর্কতা নেওয়া হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ