Advertisement
Advertisement

Breaking News

এনসিপির পুনর্মিলন? শরদ-অজিতের গোপন বৈঠক ঘিরে নয়া জল্পনা মহারাষ্ট্রে

অবস্থান স্পষ্ট করুন শরদ পওয়ার, বলছে কংগ্রেস।

Sharad-Ajit secret meeting, Reveal truth, says Congress | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2023 1:58 pm
  • Updated:August 13, 2023 1:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গোপন বৈঠক অজিত পওয়ার এবং শরদ পওয়ারের। ফের বৈঠক ঘিরে দুই শিবিরেই নীরবতা। যা নয়া জল্পনার জন্ম দিচ্ছে মারাঠা রাজনীতিতে। কানাঘুষো শোনা যাচ্ছে, ফের জুড়ে যেতে পারে এনসিপির (NCP) বিবদমান দুই শিবির।

সূত্রের খবর, শনিবার রাতে পুণের কোরেগাঁও পার্ক এলাকায় শিল্পপতি অতুল চোরদিয়ার বাংলোয় প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় কাকা-ভাইপোর। যদিও শরদ কিংবা অজিত (Ajit Pawar), কোনও পক্ষ থেকেই বৈঠক নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। এনসিপি সূত্র বলছে, ওই বৈঠক পুরোপুরিই পারিবারিক। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। কিন্তু রাজনীতির যোগ নেই বললেই তো আর হল না, কাকা-ভাইপোর এই বৈঠক রক্তচাপ বাড়াচ্ছে কংগ্রেস (Congress) এবং বিজেপি দুই শিবিরই।

Advertisement

[আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ PFI-কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির! চাপে পড়ে মুখ খুলল গেরুয়া শিবির]

আসলে ইদানিং এই ধরনের বৈঠক ঘন ঘন হওয়া শুরু করেছে। আর দুই শিবিরই এই বৈঠকগুলি নিয়ে অদ্ভুদরকমের নীরব। এমনকী অজিত এবং শরদের ঘনিষ্ঠ অনুগামীদের মধ্যেও এ নিয়ে বিশেষ তথ্য নেই। তাঁরাও ধন্দে। তাছাড়া এনসিপি (NCP) সূত্র যা বলছে, তাতে শরদের অবস্থান নিয়ে রীতিমতো সন্দেহের আবহ তৈরি হয়েছে। বৈঠকে অজিতকে নাকি শরদ জানিয়েছেন, দলে তাঁর নিয়ন্ত্রণাধীন অংশটি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র সরকারে যোগ দেবে না। তবে কেউ আনুগত্য বদলে তাঁর শিবির থেকে অজিত শিবিরে যেতে চাইলে তিনি যে আপত্তি করবেন না।

Advertisement

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

এ নিয়ে ধন্দে কংগ্রেস-বিজেপি দুই শিবিরেই। বিজেপি বলছে, ওই বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটা শুধু অজিতই বলতে পারবেন। আর কংগ্রেস (Congress) বলছে, বৈঠকে কী আলোচনা হয়েছে, সেটা স্পষ্ট করে বলতে হবে শরদ পওয়ারকে। তাঁর অবস্থান স্পষ্ট হওয়া জরুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ