সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এ ফের ক্ষমতায় এলে কেন্দ্রের বিজেপি সরকার দেশকে ‘হিন্দু পাকিস্তান’ তৈরি করবে। সংখ্যালঘুদের দাবিদাওয়ার কোনও মূল্যই থাকবে না। এমনকী, নিজেদের মনোমতো দেশ চালাতে গিয়ে সংবিধানকেও আমূল বদলে দিতে পারে বিজেপি। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবেই কেন্দ্রকে তুলোধোনা করলেন কংগ্রেস নেতা শশী থারুর।
[‘বন্ধুবেশে’ রাজধানীতে আইএস হানার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা]
কংগ্রেস নেতা বলেন, “যেভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র গড়ার দিকে এগোচ্ছে বিজেপি। তাতে আগামী লোকসভা নির্বাচনে জিতে আসলে তারা নিজেদের সর্বেসর্বা মনে করবে। গণতান্ত্রিক দেশের সংবিধান বলতে আমরা যা বুঝি, তা হয়তো আর বেঁচেবর্তে থাকবে না। নিজেদের সুবিধামতো দেশের সংবিধানেও আমূল পরিবর্তন আনবে বিজেপি। সেই বিকৃত সংবিধানের উদ্দেশ্যই হবে ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরি করা। একই সঙ্গে সংখ্যালঘুদের সমানাধিকার হরণ করা। এই নয়া সংবিধান ভারতকে “হিন্দু পাকিস্তানে” পরিণত করবে। সেখানে কোথাও থাকবে না মহত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো স্বাধীনতা সংগ্রামীদের বীরগাথা।’
কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকেও বিঁধতে ছাড়েননি থারুর। তিনি বলেন, ‘নির্বাচনের আগেভাগেই কংগ্রেসকে লাগাতার দোষারোপ করে চাপে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তিনি।’
থারুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে জোর বিতর্ক। সেই বিতর্ক উসকে দিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র পালটা তোপ দেগেছেন। তাঁর দাবি, ‘শশী থারুরের এহেন লাগামছাড়া বক্তব্যের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। পাকিস্তান তৈরির দায় কংগ্রেসকেই নিতে হবে। কংগ্রেসের উচ্চাকাঙ্ক্ষার পরিণতি পাকিস্তান। ফের নতুন করে বিশ্বের দরবারে ভারতকে নিচু দেখানোর পাশাপাশি দেশের হিন্দুদের সম্মানহানি করার দিকে এগোচ্ছে কংগ্রেস।’
[মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে ‘গোপন’ বৈঠক রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপির]
উল্লেখ্য, সম্প্রতি পাঞ্জাবে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত ৭০ বছরে দেশের কৃষকদের বিশ্বাসকে ভেঙেছে কংগ্রেস। তাঁদের হাড় ভাঙা পরিশ্রমকে গুরুত্ব দেয়নি।শুধু কৃষকদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে গান্ধী পরিবার।একমাত্র কাজের কাজ বলতে একটি পরিবারকেই বরাবরের জন্য গুরুত্ব দিয়েছে কংগ্রেস। তিরুবনন্তপুরমের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর এহেন আক্রমণের পালটা দিলেন সুনন্দা পুষ্কর হত্যায় অভিযুক্ত শশী থারুর।