Advertisement
Advertisement

এতো সবে শুরু, রাহুলের প্রশংসায় পঞ্চমুখ শিব সেনা

দেশবাসীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর।

Shiv Sena stands by Rahul Gandhi, irked BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 10:43 am
  • Updated:July 21, 2018 10:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এ তো সির্ফ শুরুয়াত হে”-সংসদে রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে এ মন্তব্য শিব সেনার সঞ্জয় রাউতের। বছর খানেক আগে শিব সেনাই প্রথম রাহুলের প্রশংসায় সুর তোলে। গতকাল সংসদে রাহুলের বক্তব্যের পর সেই সুর আরও চড়ালেন শিব সেনা সাংসদ। বিরোধীদের মধ্যে শিব সেনায় প্রথম বলেছিল, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত কংগ্রেস সভাপতি। সঞ্জয় রাউত বললেন, “আজকের বক্তব্যেই স্পষ্ট, রাহুল গান্ধী রাজনীতির স্কুলে স্নাতক পাশ করে গিয়েছেন।” মোদিকে রাহুলের আলিঙ্গন প্রসঙ্গে রাউত বলেন, “ এটা শুধু আলিঙ্গন নয়, এই আলিঙ্গন প্রধানমন্ত্রীকে হতবম্ব করে দিয়েছে। অনেকেই বলবেন রাহুল নাটক করছে, কিন্তু রাজনীতিতে নাটক তো থাকবেই।”

[মোদিতেই ভরসা সংসদের, তীব্র বাদানুবাদের পর আস্থা ভোটে জয় এনডিএ-র]

আস্থা ভোটের আগের দিন থেকে রীতিমতো নাটক দেখা গিয়েছে শিব সেনার অবস্থান নিয়েও। একসময় বিরোধী শিবিরের দিকে ঝুঁকে থাকা সেনাকে নিজেদের দলে টানতে আসরে নামতে হয়েছিল বিজেপি সভাপতি অমিত শাহ। গত বুধবার শিব সেনা নেতা উদ্ধব ঠাকরেকে ফোন করেন তিনি। তারপরই আবার অবস্থান বদলে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত মেলে সেনার তরফে। আস্থা ভোটের সকালে আবার অবস্থান বদল করে উদ্ধবের দল। সরাসরি সরকারের পক্ষে ভোট না দিয়ে ভোটাভুটি বয়কট করে শিব সেনা। রাজনৈতিক মহলের মতে, ভোট না দিয়ে শিব সেনা বিজেপিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল যে তারা বিপদের সময় পাশে নেই। সবচেয়ে পুরনো বন্ধুকে কাছে না পেলেও এদিন বিজেপির স্বস্তির কারণ এআইএডিএমকের সমর্থন। কাবেরী ইস্যুতে অসন্তোষ থাকলেও স্থানীয় রাজনীতির বাধ্যবাধকতার দরুন আস্থা ভোটে বিজেপি শিবিরেই ভোট দিয়েছেন এআইএডিএমকে সাংসদরা। আস্থা ভোটে তাই খানিকটা প্রত্যাশিতভাবে বিরাট ব্যবধানে জিতে গিয়েছে বিজেপি শিবির। স্বাভাবিকভাবেই উৎফুল্ল প্রধানমন্ত্রী টুইট করে দাবি করেন, এনডিএ সরকার ১২৫ কোটি ভারতীয়র ভরসা পেয়েছে।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ