Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

বদলা চাইছে ‘মৃত’ জঙ্গি! খলিস্তানিদের হিটলিস্টে শাহ-জয়শংকর

কেন ‘শিখস ফর জাস্টিস'-এর হিটলিস্টে শাহ, জয়শংকর?

Sikh separatists target Amit Shah, S Jaishankar | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 22, 2023 8:55 am
  • Updated:July 22, 2023 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানিদের হিটলিস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং কানাডায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মাও রয়েছেন জঙ্গিদের নিশানায়।

শাহ ও জয়শংকরের বিদেশ সফরের সূচির গোপন খবর জানতে চেয়ে বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’। জানা গিয়েছে, সদ্য একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির প্রধান গুরপতবন্ত সিং পান্নুন। সেখানে ঘোষণা করা হয়েছে, মোদি সরকারের ওই দুই মন্ত্রী ও রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মার সফরসূচি সংক্রান্ত আগাম খবর দিতে পারলে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলারের পুরস্কার দেওয়া হবে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই আরও সজাগ হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

Advertisement

[আরও পড়ুন: কাঁচা মাছ ও সমুদ্রের জলেই দিন গুজরান! প্রশান্ত মহাসাগরে ২ মাস পরে উদ্ধার নাবিক]

কেন ‘শিখস ফর জাস্টিস’-এর হিটলিস্টে শাহ, জয়শংকর ও ভার্মা? গত জুন মাসে কানাডায় খুন হয় ‘খলিস্তান টাইগার ফোর্সে’র প্রধান হরদীপ সিং নিজ্জর। বলে রাখা ভাল, ‘শিখস ফর জাস্টিস’-এর কানাডার শাখা হচ্ছে ‘খলিস্তান টাইগার ফোর্স’। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিল নিজ্জর। কিন্তু ভারত ছাড়ার পরে পান্নুন তাকে কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রতিনিধি নিযুক্ত করে। কয়েকবছর আগেই ‘রেফারেন্ডাম-২০২০ প্রচারাভিযান’-এর দায়িত্বও পায় নিজ্জর। তাঁকে প্রায়শই ভ্যানকোভারের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। পান্নুন মনে করে, নিজ্জরের হত্যার নেপথ্যে ভারতের হাত রয়েছে। তাই বদলা নিতে ষড়যন্ত্র রচনা করছে সে।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগেই খবর ছড়ায় যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে গুরপতবন্ত সিং পান্নুন। আমেরিকায় নাকি তার মৃত্যু হয়েছে। তিন খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর, পরমজিৎ সিং পঞ্জর ও অবতার সিং খান্ডা খতম হয়েছে দেড় মাসের মধ্যেই। তারপরই পান্নুনের মৃত্যুর গুঞ্জন ছড়ায়। তবে ভিডিও বার্তা প্রকাশ করে সেই জল্পনাতেও জল ঢালার চেষ্টা করছে খলিস্তানিরা বলেও মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: রাশিয়ায় আক্রান্ত লেনিন! সমাধিসৌধে বোমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ