Advertisement
Advertisement

Breaking News

সংরক্ষণের দাবিতে মারাঠাদের মৌন মিছিলকে ঘিরে উত্তাল মুম্বই

ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা...

'Silent protest' march by Marathas in Mumbai makes a loud impact
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2017 2:26 pm
  • Updated:August 9, 2017 2:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষণের দাবিতে পতিদার, জাঠদের পর এবার পথে নামলেন মারাঠারা। শিক্ষা ও চাকরিতে মারাঠাদের সংরক্ষণের দাবিতে বুধবার মুম্বইয়ের রাজপথ প্রায় অচল হয়ে গেল। হাজারে হাজারে মারাঠা পথে নেমে মৌন মিছিলে পা মেলান।

এদিন সকালে বাইকুল্লার জিজামাতা উদ্যান থেকে শুরু হয় মৌন মিছিল। আন্দোলনকারীদের হাতে ছিল গেরুয়া পতাকা। মিছিলকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু রাজপথ নয়, মহারাষ্ট্র বিধানসভাও এদিন সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে। শাসক ও বিরোধী-দুই দলই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে।

Advertisement


বিধায়করা স্পিকারের চেয়ারের কাছে পৌঁছে যান। অন্তত তিনবার মুলতবি রাখতে হয় বিধানসভা। শুধু বিধানসভার ভিতরে নয়, পরে বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে সেখান থেকে তাঁরা সরাসরি মারাঠাদের মিছিলে যোগ দেন। দুপুরের মধ্যেই বহু বিধায়ককে ‘মারাঠা মোর্চা’য় হাঁটতে দেখা যায়।


মিছিলের জন্য দিনের ব্যস্ততম সময়ে জেজে ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়। দক্ষিণ মুম্বইতে বন্ধ ছিল স্কুল। মুম্বইয়ের বিখ্যাত ‘ডাব্বাওয়ালা’দের মধ্যে বেশিরভাগই মারাঠা। তাঁরাও এদিনের আন্দোলনে যোগ দেন। শিক্ষা, চাকরিক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণের দাবি অবশ্য নতুন নয়। এই দাবিতে অন্তত ৫৮ বার মিছিলে হেঁটেছেন মারাঠারা। ঔরঙ্গাবাদ থেকে এরকম মিছিলের সূত্রপাত হয় গতবছর। ‘সকল মারাঠা সমাজ’-এর ডাকে ওই মিছিলের আয়োজন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ