সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর-সহ বিভিন্ন বিষয়ে বাধ্যতামূলক হয়েছে আধার৷ শুধু তাই নয় কেন্দ্র সরকারের প্রায় সমস্ত সামাজিক প্রকল্পের জন্যও জরুরি করা হচ্ছে আধার৷ এবার আধার না থাকলে অকেজো হয়ে যেতে পারে আপনার ফোনটিও৷ ইতিমধ্যে, এই বিষয়ে একটি নোটিস জারি করেছে কেন্দ্র৷ সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি ২০১৮-এর মধ্যে সমস্ত প্রিপেড এবং পোস্ট পেড মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করাতে হবে৷ ওই সময়সীমার মধ্যে তা না হলে বিচ্ছিন্ন করে দেওয়া হবে মোবাইল সংযোগ৷
[সব ভাষাতে ‘বাংলা’ই হবে রাজ্যের নাম, কেন্দ্রকে চিঠি নবান্নর]
মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণ সংক্রান্ত একটি মামলায় শনিবার কেন্দ্রের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট৷ তারপরই এই নির্দেশিকা জারি করে সরকার৷ কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানু্য়ারি ২০১৮-র মধ্যে আধারের সঙ্গে লিংক করতেই হবে সিম। এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে টেলিকম অপারেটরগুলিকে৷ যে সময়েই সিমকার্ড নেওয়া হোক না কেন, সেগুলিকে পুনরায় ভেরিফাই করা হবে৷ প্রত্যেক ব্যক্তির আধার নম্বরের সঙ্গে ফোন নম্বরের যোগ থাকবে৷ সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে৷ তবে অনেক ক্ষেত্রেই তা যে মান্য করা হয় না, এমন অভিযোগও এসেছে৷ নামমাত্র তথ্য নিয়েই সিম কার্ড বা ফোন নম্বর দিয়ে দেওয়া হয়৷ তা অনেকসময় বিপজ্জনক আকারও নেয়৷ কোনও সন্ত্রাসি কার্যকলাপের সঙ্গেও যে এই নম্বরগুলির যোগ থাকতে পারে, এমন নমুনাও বিরল নয়৷ এই প্রতারণা রুখতেই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ আদালতের ফরমান ছিল, দেশের প্রত্যেকটি ফোন নম্বর ভেরিফায়েড হওয়া উচিত৷
[কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের]
আধার ও সিম লিংকের ব্যাপারে গ্রাহকদের ই-মেল ও এসএমএসের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের বিচারপতি জেএস খেহর ও বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ এই কাজ করার জন্য কেন্দ্রকে ১ বছর সময় দিয়েছিল। ওয়াকিবহল মহল মনে করছেন আধারের সঙ্গে প্যান সংযুক্ত হলে অপব্যবহার কমবে। কেন্দ্রের এই আধার উদ্যোগের পাশে তাই অনেকেই দাঁড়িয়েছেন।