Advertisement
Advertisement

Breaking News

মরে গেলেও গ্রাহকদের টাকা ফেরত, বিল্ডারদের নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়মতো ফ্ল্যাট না পেলে বিনিয়োগকারীকে টাকা ফেরতের নির্দেশ...

Sink or die, you must refund homebuyers: Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 3:48 pm
  • Updated:September 7, 2016 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা নিজেদের কষ্টার্জিত টাকা ফ্ল্যাট কিনতে বিনিয়োগ করেছেন, সময়মতো ফ্ল্যাট না পেলে তাঁদের টাকা ফেরত দিতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের৷ মঙ্গলবার নয়ডার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের শীর্ষ কর্তাদের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিল্ডার বা কনস্ট্রাকশন সংস্থার আর্থিক দুরাবস্থা নিয়ে শীর্ষ আদালত ন্যূনতম চিন্তিত নয়৷ আদালতের যাবতীয় মাথাব্যথা বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে৷ বিল্ডারের আর্থিক দুরাবস্থা চলছে বলে তারা গ্রাহকদের ফ্ল্যাট তৈরিতে দেরি করবে, এটা আদালত মেনে নেবে না৷ তাই বিল্ডার মারা গেলেও বা তাঁর সংস্থার সব টাকা জলে ডুবে গেলেও যাঁরা ফ্ল্যাট কিনতে টাকা বিনিয়োগ করেছেন, তাঁদের সমস্ত টাকা ফেরত দিতে হবে৷

আইনি জটিলতায় নয়ডায় সুপারটেক সংস্থার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের কাজে পিছিয়ে যাওয়ায় ১৭ জন গ্রাহক টাকা ফেরত চেয়ে মামলা করেন৷ সেই মামলায় গতকাল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি দীপক মিশ্র ও এ কে গোয়েলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে ১৭ জন বিনিয়োগকারীর টাকা ফেরতের জন্য অভিযুক্ত সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তা লিখিতভাবে শীর্ষ আদালতে জমা দিতে হবে৷ পাশাপাশি ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন বা এনবিসিসি-কে আদালতের নির্দেশ, এমারেল্ড টাওয়ার প্রজেক্ট আইনভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখার৷ সুপারটেক-কে নিয়ে গত কয়েক সপ্তাহে আদালত তৃতীয় কোনও রিয়েল এস্টেট জায়েন্টকে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল৷ এর আগে একই অভিযোগ উঠেছিল ইউনিটেক ও পার্শ্ভনাথের (Parsvnath) বিরুদ্ধে৷ দুই সংস্থাই দাবি করেছিল, আর্থিক ক্ষতিতে চলায় তাদের পক্ষে গ্রাহকের টাকা ‘রিফান্ড’ করা সম্ভব নয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ