Advertisement
Advertisement

সরকারি স্কুলের ট্যাঙ্কে কঙ্কাল! চাঞ্চল্য দিল্লিতে

শিক্ষক-শিক্ষিকাদের জেরা করছে পুলিশ৷

Skeleton found in Delhi's School tank

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:October 25, 2018 4:39 pm
  • Updated:October 25, 2018 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি স্কুলের ট্যাঙ্ক থেকে উদ্ধার কঙ্কাল৷ স্কুল সারাইয়ের কাজ চলার সময়ই কঙ্কালটি উদ্ধার করা হয়৷ বুধবার সকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিল্লির মখমলিপুর গ্রামে৷ উদ্ধার হওয়া কঙ্কালটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে৷

[সন্ন্যাসিনী ধর্ষণ কাণ্ডে সাক্ষীর মৃত্যুর জন্য দায়ী বিশপ, বিস্ফোরক ফাদারের পরিবার]

উত্তর দিল্লির মখমলিপুর গ্রামের সরকারি এই স্কুলটি যথেষ্টই পুরনো৷ সংস্কারের প্রয়োজন হয়েছিল বহুদিন আগেই৷ সেই মতো বুধবার সকাল থেকে শুরু হয় স্কুল সংস্কারের কাজ৷ পুরনো একটি জলের ট্যাঙ্কের পাশে নতুন আরেকটি ট্যাঙ্ক তৈরি করা হয়৷ এরপর ওই দুটি ট্যাঙ্ককে যুক্ত করার কাজই করছিলেন রাজমিস্ত্রিরা৷ কিন্তু আচমকাই চিৎকার করে ওঠেন কয়েকজন৷ কি  ঘটেছে, তা বুঝতে বুঝতেই বেশ কিছুটা সময চলে যায়৷ স্কুলের ছাদ থেকে কেউ চিৎকার করছে, তা বুঝতে পেরে একে একে ঘটনাস্থলে পৌঁছন সকলেই৷ এরপর ঘটনাস্থলে উপস্থিত সকলেই জানতে পারেন, পুরনো জলের ট্যাঙ্কের ভিতর কিছু রয়েছে, যা দেখে চিৎকার চেঁচামেচি করছেন রাজমিস্ত্রিরা৷ এরপর পুরনো জলের ট্যাঙ্কের মধ্যে উঁকি দিয়ে ট্যাঙ্কে একটি কঙ্কাল দেখতে পান সকলে৷ তা দেখে স্কুল কর্তৃপক্ষও আতঙ্কিত হয়ে পড়ে৷ গোটা ঘটনার খবর যায় পুলিশের কাছে৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা৷ কঙ্কালটি উদ্ধার করা হয়৷ ফরেনসিক পরীক্ষার জন্য কঙ্কালটিকে পাঠানো হয়েছে৷

Advertisement

[বন্ধ হচ্ছে ৮২৭ টি পর্ন সাইট, হাই কোর্টের নির্দেশে সিদ্ধান্ত কেন্দ্রের]

উত্তর দিল্লির মখমলিপুরের ওই সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ তবে কীভাবে স্কুলের জলের ট্যাঙ্কে কঙ্কাল এল, তা বুঝতে পারছেন না কেউই৷ প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছেন আধিকারিকরা৷ কারা কারা ওই জলের ট্যাঙ্কটি দেখভাল করত তারও একটি তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা৷ এলাকায় এখনও পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন কীনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ